CGCRI এ অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি , ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

মে ০৫, ২০২৪

 

CGCRI এ অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি , ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ


সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট(CGCRI) কলকাতাতে, কর্মী নিয়োগ ম্যানেজমেন্ট পদের জন্য cgcri.res.in-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন 15 মে 2024 তারিখের আগে।



যে পদে নিয়োগ করা হবে :- 
মর্ডান অফিস ম্যানেজমেন্ট






অফিস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ-

এখানে শূন্যপদ রয়েছে মোট 25 টি।

যোগ্যতা-
প্রার্থীদের আবেদন করার জন্য গ্র্যাজুয়েশনের পাস থাকতে হবে যে কোন বিষয়ে নূন্যতম 50% নম্বর সহ।

মাসিক বেতন-

এখানে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে 9000 টাকা। এছাড়াও, 12 মাসের কোর্সের শেষে সার্টিফিকেট দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি-

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। https.//nats.education .gov.in/student register.php এই লিংকে গিয়ে রেজিস্টার করে নিতে হবে প্রার্থীদের।

এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড  করে সাবমিট করতে হবে ফর্মটি।

গুরুত্বপূর্ণ তারিখ -  আবেদন করার শেষ দিন15.05.2024 তারিখ



গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links) 

অফিসিয়াল নোটিশ  Download

অনলাইনে আবেদন Apply now 

অফিসিয়াল ওয়েবসাইট click Here

CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন

মে ০৩, ২০২৪

 
CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন






লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে ৮৯ টি শূন্য পদে এসিস্ট্যান্ট ক্যামন্ডেন্ট এর নিয়োগ করা হবে। এখানে সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টররা আবেদন করতে পারবেন এখানে উক্ত পদের জন্য যোগ্যতা বয়সসীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে আজকের তাই আজকের প্রতিবেদনটি ফলো করুন



কলকাতা বিশ্ববিদ্যালয়ের SRF নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়গ

মে ০২, ২০২৪

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের SRF নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, 

কলকাতা বিশ্ববিদ্যালয় রেডিও প্রজেক্ট ইলেকট্রনিক্স বিভাগের অধীনে star -2 এর ফান্ডিং এর একটি রিসার্চ প্রজেক্ট রিসার্চ এসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না পরীক্ষার্থীদের কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করা হবে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটিকে মন দিয়ে পড়ুন




নিয়োগের বিস্তারিত তথ্য:-

যে পদে নিয়োগ করা হবে :-  

সিনিয়র রিসার্চ ফেলো (SRF)

যোগ্যতা :- 

ন্যূনতম যোগ্যতা ফিফটি পার্সেন্টসহ ফিজিক্স নাতকোত্তর সহ দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

মাসিক বেতন :- 

মাসিক বেতন ৩৫,০০০ বেতন দেওয়া হবে

নিয়োগের সময়সীমা :-

 ১২ মাসের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের।


নিয়োগ পদ্ধতি -

 এখানে আলাদা করে কোন আবেদন করতে হবে না ইচ্ছুক পারছিনা কেবলমাত্র নিজেদের বায়োডাটা প্রয়োজনীয় নথি এবং নিজেদের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়ার্কিং টেস্ট দিতে যেতে হবে


ইন্টারভিউ দিন এবং সময় :- 

১৫/৫/২০২৩ তারিখ ২,৩০ সময় প্রার্থীদের ইন্টারভিউস স্থানে রিপোর্ট করতে হবে


ইন্টারভিউ স্থানের ঠিকানা :-

A.in. DAW MEETING ROOM,FIRST FLOOR, SISrR MITRA VABAN, INSTITUTE OF RADIO PHYSICS AND ELECTRONIC, UNIVERSITY OF CALCUTTA 92 A CHADIYA A PRAFULLA CHANDRA ROAD KOLKATA A 700009, WEST BENGAL ,INDIA


অফিসিয়াল Notice,  :- Download now 


অফিসিয়াল ওয়েবসাইট:- click here


Madhyamik Examination Results out 2024

মে ০২, ২০২৪

 
কয়েক ঘন্টা পর প্রকাশিত হতে চলেছে ২০২৪ বর্ষের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। নিজের মোবাইল দিয়েই রেজাল্ট দেখতে পাবেন ।

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই প্রকাশিত হবে এবারের ২০২৪ বর্ষের মাধ্যমিক পরীক্ষার ফাইনাল ফলাফল আজকের এই প্রতিবেদন থেকে মাধ্যমিক রেজাল্ট দেখে নিন সরাসরি কিভাবে দেখবেন কোথায় ক্লিক করবেন কোন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সবার প্রথম মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবেন তা বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। প্রতিবেদনটা কে মন দিয়ে পড়বেন ।





সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউ এর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

এপ্রিল ৩০, ২০২৪

 

সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউ এর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য এবার সাত দিনের মধ্যেই স্ক্রুটিনি এবং রিভিউ এর ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কিভাবে আবেদন করবেন কিভাবে ফল প্রকাশের পর খাতা রিভিউ করবেন সেই সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তাই প্রতিবেদনটিকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়বেন।


দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ ১৮ মে প্রকাশিত হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের ১০ তারিখ থেকে শুরু হবে স্ক্রুটিনি এবং রিভিউ করার জন্য আবেদন। পরীক্ষার পদ্ধতির সম্পর্কে অবগত পরীক্ষার্থীরা ইতিমধ্যে জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় রিভিউ করার প্রক্রিয়াটি একটি সময় স্বপক্ষে বিষয়। আবেদন করার পর দীর্ঘ সময় ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ করার নিয়ম ছিল এতদিন। এবার সেই নিয়মের পরিবর্তণ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এই বিষয়ে জানিয়েছেন তৎকাল ক্ষেত্রে যেদিন থেকে পড়ুয়ারা আবেদন করবে সেদিন থেকে সাত দিনের মধ্যে সংশোধিত মার্কসিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে এই সময়সীমার মধ্যে যদি পড়ুয়ারা মার্কসিট না হাতে পায় তাহলে রিভিউ করার জন্য জমা নেওয়া ফ্রী ফেরত দেয়া হবে। পরীক্ষার্থীদের সাধারণত ফল ঘোষণার পর স্ক্রুটিনি এবং রিভিউ এর জন্য আবেদন করে থাকেন পরীক্ষার্থীরা। সে ক্ষেত্রে রিভিউ এর ফলাফল আছে অনেক দেরি হয়ে যায়। সেই জন্যই শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে যদি পরীক্ষার্থীদের সাত দিনের মধ্যে রিভিউ করে নিউ মার্কশিট তাদের হাতে না তুলে দেওয়া হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে রিভিউ এর জন্য যে মূল্য নেয়া হয়েছে সেই মূল্যটি ফেরত দিয়ে দেয়া হবে।


উল্লেখযোগ্য বিষয় হলো আবেদনের সাত দিনের মধ্যে সংশোধিত সংশোধিত মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থী রা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পোর্টালের মাধ্যমে পরীক্ষার খাতার রুটিন এবং রিভিউ এর জন্য আবেদন করা যাবে সাধারণ ক্ষেত্রে স্কুটির জন্য পরীক্ষার্থীদের বিষয় পিছু দেড়শ টাকা করে ধার্য করা থাকে রিভিউ করার ক্ষেত্রে ২০০ টাকা ফি ধার্য করা আছে শিক্ষা সংসদের পক্ষ থেকে সেখানে প্রত্যেক আবেদনকারীকে ৭ দিনের মধ্যে এবং রিভিউ করার জন্য যথাক্রমে ৬০০ এবং ৮০০ টাকা কি জমা করতে হবে অতিরিক্ত টাকা ধার্য করা নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন,PPS and PPR যে ফি ধার্য করা হয়েছে বিশেষ করে তৎকালের জন্য তা সঠিক নয় বলে আমরা মনে করি। এতে অভিভাবকদের ওপর অহেতুক আর্থিক চাপ বাড়বে বেসরকারি প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর করা হয় সরকারি ব্যবস্থাপনায় এটা হওয়া কাঙ্ক্ষিত নয় বললেই আমরা মনে করি।


মাধ্যমিক রেজাল্ট 2024, কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে ?

এপ্রিল ৩০, ২০২৪

 

মাধ্যমিক রেজাল্ট 2024, কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে ?

অবশেষে অপেক্ষার অবসান, দীর্ঘ অপেক্ষার পর মাধ্যমিক রেজাল্ট 2024 প্রকাশের অফিশিয়াল তারিখ এবং সময় জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ আজকের প্রতিবেদন থেকে জেনে নিন কোন কোন ওয়েবসাইটের সবার আগে রেজাল্ট দেখা  হবে।

Madhyamik result 2024: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এই তারিখে! রেজাল্টের দিন হাতে পাবে মার্কশিট ছাত্র ছাত্রীরা

এপ্রিল ২৭, ২০২৪

 
Madhyamik result 2024: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 

রেজাল্ট প্রকাশিত হবে এই তারিখে! রেজাল্টের দিন হাতে 

পাবে মার্কশিট ছাত্র ছাত্রীরা

চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের পরীক্ষার পর অনেকটি সময় অতিক্রান্ত হয়েছে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা বসে আছে রেজাল্টের জন্য আজকের প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।


চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি ১২ তারিখে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীরা সংখ্যা ছিল প্রায় তিন-৯ লক্ষ ২৩ হাজার দীর্ঘ সময় হলেও চলিততি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২৯ শে ফেব্রুয়ারি।

পরিসংখ্যান অনুযায়ী এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার লোকসভা নির্বাচনের কারণে চলতি বছরের নির্ধারিত সময়ের আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তাই স্বাভাবিকভাবে দুটো পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকেরা

বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে বিভিন্ন আলোচনা হলেও সর্বশেষ পাওয়ার খবর অনুযায়ী রাজ্যের শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে আগামী দোসরা মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন পরীক্ষার্থীরা নিজের স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। অপরদিকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ্যের কুম্ভবোতারই হল ৮ই মে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফলাফল প্রকাশের দিন মার্কসির হাতে পাবেন না বরুড়া সম্ভাব্য ৮ তারিখ অনলাইন ফল প্রকাশ করার কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাখির হাতে পাবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024:- 

Blogger দ্বারা পরিচালিত.