Results for private company scholarship

Beti Padhao Scholarship 2024 | বছরে ১২,০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে, অনলাইনে করুন আবেদন

জুন ১৪, ২০২৪

 Beti Padhao Scholarship 2024 | বছরে ১২,০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে, অনলাইনে করুন আবেদন 


ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যে খরচ হয়ে থাকে তার জন্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপের এর প্রয়োজন হয়। শুধু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নয় আরও অন্যান্য স্তরে এবং কোর্স শিক্ষারত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করে বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনটিতে জনপ্রিয় একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেটির আবেদন প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারা করতে পারবেন আবেদন? কি কি যোগ্যতার প্রয়োজন? কিভাবে করবেন আবেদন? সমস্ত বিস্তারিত তথ্য দেখে নিন এই প্রতিবেদনে।



ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship :


এই স্কলারশিপটি ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship - এ পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য AM/NS India স্টিল কোম্পানি বিদ্যা সারথী পোর্টালে এর সূচনা করে। স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। 


কোন কোর্স অনুযায়ী কত টাকা পাবেন শিক্ষার্থীরা?

শিক্ষার্থীরা যেই শ্রেণী তে পাঠরত সেই শ্রেণী তে কত টাকা স্কলারশিপ পাবেন সেই তালিকা নিম্নে উল্লেখিত হলো -




এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

• স্কলারশিপটি কেবল মাত্র মেয়েদের জন্য। এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই একজন ছাত্রী হতে হবে।

• উল্লেখিত স্কলারশিপে আবেদন করার জন্য ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

• এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।



কি কি নথি প্রয়োজন?

এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী দের যে সমস্ত প্রয়োজনীয় নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো - 

• পরীক্ষার মার্কশিট

• আইডেন্টিটি প্রুভ

• ইনকাম সার্টিফিকেট

• নতুন কোর্সে ভর্তির স্লিপ

• আবেদনকারীর ব্যাংকের পাসবুক 

• ঠিকানার প্রমাণ পত্র


কিভাবে আবেদন করবেন?

যে সমস্ত পার্থীরা আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ধাপ গুলি নিম্নে উল্লেখ করা হলো।

• প্রথমে শিক্ষার্থীদের বিদ্যাসারথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে "BROWSE AVAILABLE SCHEME" অপশন গিয়ে গিয়ে ক্লিক করতে হবে।

• এরপর আবেদনকারী যে কোর্সে পড়াশোনা করছে সেই কোর্স অনুযায়ী আবেদন করতে হবে।

• এরপর আবেদনকারীকে নিজের নাম ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় টি পাসওয়ার্ড তৈরি করতে হবে।

• রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

• তারপর আবেদনকারীকে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। 

• তারপর সমাজটা কিছু একবার দেখে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 


আবেদনের শেষ তারিখ কবে?

 ইতিমধ্যেই এই স্কলারশিপটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তুই যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপটিতে আবেদন করেননি তারা এক্ষুনি আবেদন করে ফেলুন। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে আগস্ট, ২০২৪ পর্যন্ত। 


অফিসিয়াল ওয়েবসাইট Click Here 


অনলাইনে আবেদন লিংক — Click Here 




Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র কোনো না কোনো বিশেষ সূত্রের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। bongedutech.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রকাশ করার, তবুও সামান্য কিছু ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে আমরা দায়ী নই।


সমস্ত কিছু বিস্তারিত এবং নিখুঁত ভাবে জানতে অতি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেয়ার অনুরোধ রইল। অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে তবেই নিজ দায়িত্বে আবেদন জানাতে পারেন।



আব্দুল কালাম স্কলারশিপ! পড়ুয়ারা পাবে ২০,০০০ টাকা, দেখে নিন কিভাবে আবেদন করবেন

আগস্ট ০১, ২০২৩

আব্দুল কালাম স্কলারশিপ! (Dr. Abdul Kalam scholarship) :  পড়ুয়ারা পাবে ২০,০০০ টাকা, দেখে নিন কিভাবে আবেদন করবেন  

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য থাকছে বিরাট সুখবর।  Buddy4study ফাউন্ডেশন একটি নতুন স্কলারশিপ এর  ব্যবস্থা করেছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে।  স্কলারশিপ এর নাম হল "ড: আব্দুল কালাম স্কলারশিপ"।  

40000 টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে Amazon কোম্পানি, এক্ষুনি আবেদন করুন। Amazon Scholarship 2022

ডিসেম্বর ০৫, ২০২২

বার্ষিক ৪০০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে Amazon কোম্পানি, এক্ষুনি আবেদন করুন। Amazon Scholarship

Amazon Scholarship 2022: একটি বিরাট সুখবর এসে গেছে বেকার যুবক-যুবতী থেকে শুরু করে দেশের তথা রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য। আমাদের দেশের এখনো পর্যন্ত অনেক ছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরে লেখাপড়া করার পরে মনে মনে স্বপ্ন দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করবে। কেউ কেউ আছে যারা কলেজে এডমিশন হয় আবার অনেকে অন্যান্য জায়গায় পড়াশোনা করতে যায়। কিছু কিছু পড়ুয়া ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করে টেকনিক্যাল দিক দিয়ে পারদর্শী হয়ে এক নামকরা আইটি কোম্পানিতে চাকরি করতে চান। এবার থেকে আর কোন চিন্তাই করতে হবে না কারণ সকলেই পেয়ে যাবেন বার্ষিক ৪০ হাজার টাকা করে। কিছু কিছু পরিবারের আর্থিক অসংগতির কারণে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। তার ফলে তাদের দেখা, বড় বড় স্বপ্ন গুলি স্বপ্ন হয়েই থেকে যায়। কখনো বাস্তব রূপে ফিরতে পারে না।

Amazon Scholarship 2022

Aditya Birla Scholarship 2022 Step by Step Application Process by Bongedutech

অক্টোবর ০৫, ২০২২



Aditya Birla Scholarship 2022 : পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ টি প্রদান করা হয়ে থাকে। স্কলারশিপ এর নাম Aditya Birla Scholarship Program 2022 । এইচ স্কলারশিপে আবেদন করলে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। এখানে কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কি আছে এবং স্কলারশিপের সমস্ত কিছু বিষয় বস্তু আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করলাম। 


Aditya Birla Scholarship Program Full Details Overview

আদিত্য বিড়লা স্কলারশিপে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ও কলেজে পড়াশোনা করছে এমন ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন। পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে তবেই তারা আবেদন করতে পারবেন।


Aditya Birla Scholarship Amount Details

আদিত্য বিড়লা স্কলারশিপে টাকার পরিমান বিভিন্ন ক্লাস অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন

  • ক্লাস 10th থেকে ক্লাস 12th - 30000 টাকা দেওয়া হয়
  • General Under Graduate Courses - 36,000 টাকা দেওয়া হয়।
  • Professional Under Graduate Courses - 60000 টাকা স্কলারশিপ দেওয়া হয়।


Aditya Birla scholarship application process

আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীর অবশ্যই একটি ফোন নম্বর ও সঠিক ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। কি কি তথ্য লাগবে অর্থাৎ ডকুমেন্টস কি লাগবে তা নিচে দেওয়া হল। এখানে আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২২ ।  


Aditya Birla Scholarship এ আবশ্যিক যোগ্যতা - 

Covid 19 অর্থাৎ করোনাতে যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের গার্জিয়ান কে হারিয়েছেন কেবলমাত্র তারাই এই স্কলারশিপের আবেদন করতে পারবেন।


Aditya Birla Scholarship এ আবেদন এর জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও রেজাল্ট
  • পাসপোর্ট সাইজ ফটো
  • বর্তমান ক্লাসে ভর্তির রিসিপ্ট
  • ব্যাংক একাউন্ট এর সমস্ত তথ্য
  • বাবা মা অথবা মা অর্থাৎ গার্জিয়ানের মৃত্যুর সার্টিফিকেট


এছাড়াও আরো কিছু তথ্য নিচে দেওয়ার লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনে আপনারা দেখে নিতে পারবেন। 


উপরে দেওয়া সমস্ত তথ্য অফিসিয়াল নোটিশ থেকে সংগ্রহ করা হয়েছে যেটি প্রকাশ পেয়েছে Buddy4Study অফিসিয়াল পেজে। 


Official Notice - Click Here

Apply Now - Click Here

Sitaram Jindal Scholarship 2022

সেপ্টেম্বর ২১, ২০২২


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022-2023,  মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন



সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022-2023 এ পাওয়া যাবে প্রচুর টাকা । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পার্সেন্টেজ সহ অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।



সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য :-


ক) ক্যাটাগরি A -

কোর্স: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ: আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 70% এবং মেয়ে হলে 65% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয়: 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স: আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান: প্রতিমাসে 500/- টাকা


খ) ক্যাটাগরি B -

কোর্স: সরকারি অথবা বেসরকারি IIT- তে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ : আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 50% এবং মেয়ে হলে 40% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয় : 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান : 
  • প্রতিমাসে 500/- টাকা (সরকারি IIT)
  • প্রতিমাসে 700/- টাকা (বেসরকারি IIT)


গ) ক্যাটাগরি C -

কোর্স: গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েট - এ অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ: আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 65% এবং মেয়ে হলে 60% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয় : 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান:

গ্র্যাজুয়েট কোর্স:

  • প্রতিমাসে 1000/- টাকা (সাধারণ বিভাগ ছাত্রী)
  • প্রতিমাসে 800 /- টাকা (সাধারণ বিভাগ ছাত্র)
  • প্রতিমাসে 1000/- টাকা (শারিরীক প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী)
  • প্রতিমাসে 1200/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)

 পোষ্ট-গ্র্যাজুয়েট কোর্স:

  • প্রতিমাসে 1200/- টাকা (সাধারণ বিভাগ ছাত্রী)
  • প্রতিমাসে 1000 /- টাকা (সাধারণ বিভাগ ছাত্র)
  • প্রতিমাসে 1200/- টাকা (শারিরীক প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী)
  • প্রতিমাসে 1500/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)

ঘ) ক্যাটাগরি D -

কোর্স: ডিপ্লোমা কোর্সে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ : আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 55% এবং মেয়ে হলে 50% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয়: 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান : 
  • প্রতিমাসে 1200/- টাকা (ছাত্রী)
  • প্রতিমাসে 1000/- টাকা (ছাত্র)

ঙ)ক্যাটাগরি E -

কোর্স: ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ : আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 70% এবং মেয়ে হলে 65% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয় : 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান : 

  • প্রতিমাসে 1700/- টাকা (ইঞ্জিনিয়ারিং ছাত্রী)
  • প্রতিমাসে 1500/- টাকা (ইঞ্জিনিয়ারিং ছাত্র)
  • প্রতিমাসে 2000/- টাকা (মেডিকেল ছাত্রী)
  • প্রতিমাসে 1800/- টাকা (মেডিকেল ছাত্র)
  • প্রতিমাসে 2500/- টাকা (মেডিকেল/ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী)
  • প্রতিমাসে 2300/- টাকা (মেডিকেল/ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র)


আবেদন করার পদ্ধতি :- সিতারাম জিন্দাল স্কলারশিপের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফরমটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru -56007


প্রয়োজনীয় ডকুমেন্টস :- যে যে সমস্ত ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে সেগুলি হল - 
1.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীট 
2. মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমাণপত্র 
3. পারিবারিক আয়ের সার্টিফিকেট 
4. পাসপোর্ট সাইজের কালার ছবি 
5. সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র 
(ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এম.বি.এ.)
 6. শারীরিক প্রতিবন্ধীর শংসাপত্র


আবেদন করার শেষ তারিখ :- অফলাইন আবেদনের শেষ তারিখ সম্পর্কে অফিশিয়াল ওয়েবসাইটে কোনরকম তথ্যের উল্লেখ নেই।



Sitaram Jindal Scholarship 2022

জুন ১৯, ২০২২

Sitaram Jindal Scholarship এর আবেদন পদ্ধতি, কারা পাবে এবং কত শতাংশ নম্বর উপর পাবে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হলো 



সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্র ছাত্রীদের BongEdutech এর তরপ থেকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের জন্য আজকের প্রতিবেদন দেওয়া হয়েছে 
Sitaram Jindal Scholarship এর ব্যাপারে তোমরা অনকেই জানো অনেকেই জানো না।
দেখে নাও কি ভাবে আবেদন করবে ।



কারা কারা পাবে এই স্কলারশিপ ?

সকল মাধ্যমিক ,১১ পাশ, উচ্চমাধ্যমিক , ইন্জিনিয়ারিং / মেডিকেল / Honours / ডিপ্লোমা কোর্স/ পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া, ITI পড়ছো যে সব ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।

Indian Navy 8th Pass Job Notification :- Click Here

কত শতাংশ নম্বর এর উপর স্কলারশিপ দেওয়া হবে ?








এই উপরের দেওয়া নম্বর এর এলিজিবিলিটি অনুযায়ী স্কলারশিপ দেওয়া হবে ছাত্র ছাত্রীদের।


এবারে কি ভাবে আবেদন করবেন ?

নিচে আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নীচে দেওয়া আছে ওখান থেকে প্রিন্ট করে নিন । আবেদন অফলাইনে এর মাধ্যমে হবে নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে।
স্টেপ বাই স্টেপ ফিলাপ করবে ।



ফরম ফিলাপ করার জন্য কি কি লাগবে ?

  • এক কপি ছবি
  • মার্কশিট (Xerox)
  • ইনকাম সার্টিফিকেট (Xerox)
  • হেড মাস্টার অথবা প্রিন্সিপাল এর স্বাক্ষর
  • মোবাইল নাম্বার ও ইমেইল আইডি 





আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- The Trustee, Sitaram Jindal Foundation,
Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073














Iswar Chandra Vidyasagar Scholarship 2022 Application Form Download

ফেব্রুয়ারী ২৫, ২০২২

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলার্শিপ এ কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো 

প্রথমত বলে রাখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপটি একটি প্রাইভেট স্কলারশিপ এটি কোন সরকারি স্কলারশিপ নয়। এখানে কারা কারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন কি যোগ্যতা লাগবে কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত ভাবে নিম্নে আলোচনা করা হল 


একটি বিশেষ কথা হলো অন্য কোন সরকারি স্কলারশিপ এর আবেদন করলেও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলার্শিপ এ আবেদন করা যাবে কারণ এটি কোন সরকারি স্কলারশিপ নয়


এখানে কারা কারা আবেদন করতে পারবেন ?

  1. ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  2. ছাত্র-ছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে ।
  3. অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী সমস্ত ছাত্র-ছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারবেন ।


স্কলার্শিপ এ কত টাকা দেয়া হবে ?

এই স্কলারশিপের বার্ষিক 6 হাজার টাকা দেওয়া হয় ।


এই স্কলারশিপের আবেদন কিভাবে করবেন ?

এই স্কলারশিপের আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে স্বর্গের নিচে দেওয়া নথিপত্রগুলো সংযোগ করে স্পিড পোস্ট এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।


আবেদনপত্রের সঙ্গে কি কি নথি পত্র দিতে হবে ?

  1. গতবছরের রেজাল্ট এর ফটোকপি 
  2. সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  3. আধার কার্ডের জেরক্স
  4. একটি ইনকাম সার্টিফিকেট যেটি পঞ্চায়েত/বিডিও/বা কর্পোরেশন থেকে নিতে হবে
  5. ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড লেখা আছে ।


আবেদনপত্র কোথায় পাঠাতে হবে ?

PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIETY, ALIGANJ, KELLAPUKUR, PO- MIDNAPORE, PASCHIM MEDINIPUR, PIN -721101


আবেদন পত্র ডাউনলোড করুন - ক্লিক করুন


*উপরে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেট থেকে পাওয়া আপনারা যাচাই করে তবেই আবেদন করবেন ।*

LIC Golden Jubilee Scholarship 2021 Full Details | আবেদন পদ্ধতি যোগ্যতা আবেদনের শেষ তারিখ সমস্ত জরুরী তথ্য

সেপ্টেম্বর ১৩, ২০২১

LIC Scholarship 2021 অনলাইন আবেদন শুরু। মাধ্যমিক এবং HS পাস করা শিক্ষার্থীদের জন্য LIC সুবর্ণ জয়ন্তী বৃত্তি 2021। www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে LIC বৃত্তি 2021 এর জন্য অনলাইনে আবেদন করুন এবং উপযুক্ত ছাত্রছাত্রীরা বৃত্তির পরিমাণ পাবেন।


LIC Scholarship এর  উদ্দেশ্য- LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২১ -এর মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা, যারা আর্থিকভাবে দুর্বল। তাদের উচ্চ শিক্ষার জন্য তাদের সহায়তা প্রদান করুন। এই বৃত্তি ভারতের সরকারি বা বেসরকারি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হবে।


লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া (LIC) - আর্থিকভাবে দুর্বল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাগত বৃত্তি প্রদান করে। এলআইসি সুবর্ণ জয়ন্তী বৃত্তি 2021 অনলাইন আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর। দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীরা LIC স্কলারশিপ 2021 এর জন্য আবেদন করতে পারে। আর্টস, সায়েন্স, কমার্স, টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপ স্কিমের জন্য আবেদন করতে পারে

LIC Golden Jubilee Scholarship 2021 Full Details

LIC Scholarship 2021 ডিটেলস -

বৃত্তিটির নাম - LIC Scholarship 2021 ভারতীয় কর্তৃপক্ষ জীবন বীমা কোম্পানি ( LIC Scholarship 2021)

যোগ্যতা - HS, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ITI, ভোকেশনাল 

বার্ষিক পারিবারিক আয়ের সীমা - সর্বোচ্চ বার্ষিক আয় 1,00,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক(10th) বা HS-এ (12th) ন্যূনতম শতকরা 60% নম্বর প্রয়োজন

আবেদন পদ্ধতি- অনলাইনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2021।


স্কলার্শিপ টি দুই ভাবে দেওয়া হবে

  1. Regular Scholarship
  2. Special Girl Child Scholarship

  • রেগুলার স্কলার এর জন্য  Students-2019-2020 শিক্ষাবর্ষে কমপক্ষে 60% নম্বর নিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় 2,00,000 টাকার বেশি হলে হবে না ।
  • শিক্ষার্থীরা মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন (যেকোন শাখায়), ডিপ্লোমা কোর্স, ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছে এরকম ছাত্র-ছাত্রীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারে।
  • PG ( পোস্ট গ্রাজুয়েট) শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।


স্কলারশিপের টাকা দিয়ে নিন্মলিখিত ভাবে দেওয়া হবে

1) টাকার পরিমাণ নির্বাচিত রেগুলার স্কলারকে বার্ষিক 20,000 প্রদান করা হবে এবং এটি তিন মাসে ভাগ ভাগ করে দেওয়া হবে।

2) উচ্চ মাধ্যমিক (10+2) কোর্সে অধ্যয়নরত নির্বাচিত স্পেশাল গার্ল চাইল্ড এর জন্য বার্ষিক 10,000 করে পাবেন।

LIC স্কলারশিপের পরিমাণ সরাসরি ব্যাংক ট্রান্সফার/NEFT পদ্ধতিতে পাঠানো হবে। সুতরাং, অনলাইনে আবেদনের সময় অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ভালোভাবে দেবেন।

LIC রেগুলার স্কলার শিক্ষার্থীদের জন্য কোর্সের পুরো সময়কাল এবং স্পেশাল গার্ল চাইল্ড স্কলার শিক্ষার্থীদের জন্য দুই বছরের জন্য গোল্ডেন জুব্লি বৃত্তি দেওয়া হবে।

LIC বৃত্তি পুনর্নবীকরণ আবেদন করার জন্য প্রার্থীকে পেশাগত ধারাগুলিতে 55% এর বেশি এবং শিল্প/বিজ্ঞান/বাণিজ্য স্নাতক কোর্সে 50% নম্বর বা সমতুল্য গ্রেড অর্জন করতে হবে। অন্যথায়, বৃত্তি বন্ধ করা হবে।

কি কি ডকুমেন্ট লাগবে নিচে দেওয়া হল - 

  • Marksheet/Result of the Last Exam Passed.
  • Income Certificate Affidavit (for self-employed parents) or Salary Slip, Form 16B, ITR etc (for employed parents).
  • Castle Certificate (যদি থাকে).
  • EWS Certificate (যদি থাকে).
  • Passport Size Photograph.
  • Address Proof copy (Adhaar, Voter card ইত্যাদি).
  • Age Proof Certificate (Birth Certificate, Madhyamik Admit ইত্যাদি).
  • Bank Account details (cancelled cheque).
  • Admission receipt.

Apply Online for LIC Golden Jubilee Scholarship - Click Here

মেধাবী স্কলারশিপ ২০২১ Medhavi Scholarship 2021 নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা

আগস্ট ১৫, ২০২১

মেধাবী স্কলারশিপ ২০২১ - Medhavi Scholarship 2021 নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিচে করা হল - 


সমধান-III (২০২১)

ডিজিটাল-ইন্ডিয়ার লক্ষ্য নিয়ে এক ধাপ এগিয়ে, এই সংস্থাটি নতুন যুগের অনলাইন পরীক্ষার ধারণা নিয়ে এসেছে। এই অনলাইন পরীক্ষা ব্যবস্থা প্রার্থীদের অনেক উপায়ে উপকৃত করতে চলেছে। এটি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ থাকা যেকোনো স্থানে অ্যাক্সেস করা যাবে ।

    Medhavi National Scholarship 2021 Samadhan-III Scholarship পরীক্ষা-২০২১’ এর জন্য আবেদন আহ্বান করে। এই পরীক্ষার অধীনে, শুধুমাত্র মেধা ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হবে, নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ কিছু তারিখ - 

EVENT

DATE

REGISTRATION START:

07.08.2021 (12:00 Hrs)

REGISTRATION ENDS:

19.09.2021 (23:59 Hrs)

EXAM DATE:

03.10.2021

Answer Keys & Objections (if any):

04.10.2021

RESULT DATE:

06.10.2021

SCHOLARSHIP DISTRIBUTION : 11.10.2021


স্কলারশিপের ধরন ও কত টাকা পাওয়া যাবে :

Types of Scholarship

Scholarship Amount

Type A scholarships

(60% & above marks)

Rs.1000

Type B scholarships

(above 50% & below 60% marks)

Rs.500

Type C scholarships

(above 40% & below 50% marks)

Rs.300


আবেদনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা

এখানে রেজিস্ট্রেশানের জন্য কোন রকম আবেদন মুল্য লাগবে না (GEN/OBC/SC/ST) 

এখানে কারা আবেদন করতে পারবেন

  1. মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রী
  2. উচ্চমাধ্যমিক পাশ ছাত্র ছাত্রী
  3. গ্রাজুয়েশান পাশ ছাত্রছাত্রী
  4. পোস্ট গ্রাজুয়েশান পাশ ছাত্রছাত্রী
  5. এছাড়াও যেকোনো ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করছে এমন ছাত্র ছাত্রী

 

নুন্যতম মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রিরা এখানে আবেদন করতে পারেব, এছাড়া তার অপরে যেকোনো উচ্চতর পড়াশোনার ছাত্র ছাত্রিরা এখানে আবেদন যোগ্য।

বয়স কত হতে হবে ?

আবেদন কারির বয়স ১৬ থেকে ৪০ হতে হবে ।

কিভাবে এখানে আবেদন করবেন ?

MEDHAVI ANDROID APPLICATION টি ডাউনলোড করে অনালাইনের মাধ্যমে স্মার্ট ফোন থেকে আবেদন করা যাবে ।

উপরে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন । ও অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন । 

Swami Vivekananda Merit-cum-means Scholarship 2022-23 Full Details | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২২

জুলাই ২৫, ২০২১
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) সাধারণত পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের দেয়া হয়ে থাকে।  এই স্কলার্শিপ থেকে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলার্শিপ নামেও বলা হয়। মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী ও গ্রাজুয়েশন পাস করা ছাত্র ছাত্রী এছাড়া মেডিকেল ইঞ্জিনিয়ারিং সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে ।



স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলার্শিপ (Swami Vivekananda Scholarship 2021-22) এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ?

প্রথমেই বলে রাখি এই স্কলারশিপের আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিচে দেওয়া পয়েন্টগুলি ভালো করে পড়ে নিতে হবে এগুলি যদি ছাত্র-ছাত্রীদের ম্যাচ করে তবেই তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন ।

  1. ছাত্র-ছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে ।
  2. পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  3. যে সমস্ত ছাত্র-ছাত্রী এ বছর পাশ করেছে এবং নতুন ক্লাসে ভর্তি হয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন। 
  4. নিচে দেওয়া টেবিল অনুযায়ী অর্থাৎ কোন কোর্সে কত পার্সেন্ট নম্বর পেতে হবে তা দেয়া হলো সেগুলি যদি থাকে তবেই সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে ।

LIC Scholarship বিনামূল্যে আবেদন করুন - ক্লিক করুন 


DIRECTORATE

COURSE

Eligibility Criteria

SCHOLARSHIP RATE PER MONTH (RS.)

DPI

UG (ARTS)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1000/-

UG(COMMERCE)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1000/-

UG (SCIENCE)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1500/-

UG (OTHER PROFESSIONAL COURSES, UGC APPROVED)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1500/-

PG (ARTS)

At least 53% marks for SVMCM and 45% for Kanyashree(K3 applicants in Last Qualifying Exam

2000/-

PG (COMMERCE)

At least 53% marks for SVMCM and 45% for Kanyashree(K3 applicants in Last Qualifying Exam

2000/-

PG (SCIENCE)

At least 53% marks for SVMCM and 45% for Kanyashree(K3 applicants in Last Qualifying Exam

2500/-

PG (OTHER PROFESSIONAL COURSES, UGC APPROVED)

At least 53% marks in Last Qualifying Exam

2500/-

NON NET M.PHIL./NON NET PH.D.

Date of Enrolment/Date of Registration not before 01.04.2017

5000/- / 8000/- Respectively

DSE

HS

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1000/-

DTE

UG (ENGG.), PG (ENGG.) AND OTHER PROFESSIONAL COURSES (AICTE APPROVED)

UG: 1. 60% 2. 60% in Diploma Course from WBSCT&VE&SD for lateral entry scheme. PG: 55% in Graduation from any State University/AICTE approved institute institute in West Bengal

5000/-

DTE&T

POLYTECHNIC (DIPLOMA COURSES)

At least 60% marks in Last Qualifying Exam

1500/-

DME

UG (MEDICAL-DEGREE) AND DIPLOMA COURSES

At least 60% marks in Last Qualifying Exam

5000/- AND 1500/- RESPECTIVELY




স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ এ কিভাবে আবেদন করতে হবে ?

স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলার্শিপ এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে https://svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে ।


এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে ?

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলার্শিপ এ আবেদনের জন্য বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন যেমন - 
  1. লাস্ট পরীক্ষার মার্কশিট এর উভয় দিক ।
  2. লাস্ট পরীক্ষার এডমিট কার্ড।
  3. মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
  4. ইনকাম সার্টিফিকেট (BDO/Municipality)
  5. আধার কার্ড /রেশন কার্ড /ভোটার কার্ড।
  6. ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা (যেখানে ছাত্র-ছাত্রীর নাম ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ও IFSC কোড স্পষ্টভাবে লেখা আছে)
  7. নতুন ক্লাসে ভর্তি হওয়ার রিসিপ্ট ।

আরও কিছু স্কলারশিপ আবেদন করুন - বিস্তারিত জানতে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ কিছু তারিখ -

2022-23 এর নতুন ও রিনিউয়াল আবেদন -  এখনো শুরু হয়নি 
অনলাইনে আবেদনের শেষ তারিখ - পরে তথ্য দেয়া হবে ।


Blogger দ্বারা পরিচালিত.