Madhyamik 2025: এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম! না মানলে শিক্ষার্থীর বিরুদ্ধে নেয়া যেতে পারে কড়া ব্যবস্থা।
Madhyamik 2025: এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম! না মানলে শিক্ষার্থীর বিরুদ্ধে নেয়া যেতে পারে কড়া ব্যবস্থা।
পশ্চিমবঙ্গ
রাজ্যের সমস্ত শিক্ষার্থীদের জন্য নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলির মধ্যে একটি পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষাটি ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। মাধ্যমে পরীক্ষা নিয়ে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণ করার আগে বেশ কিছু প্রস্তুতি নেয়ার প্রয়োজন হয়। তবে অনেক সময় দেখা গিয়েছে যে ছাত্রছাত্রীরা কিংবা
অভিভাবকরা বিভিন্ন ধরনের অনীতিকর কাজের সঙ্গে লিপ্ত হয়ে অন্যান্য পরীক্ষার সংকটে মুখে ফেলে দেন এই কারণে বিঘ্নিত
হয় পরীক্ষার পরিবেশ। ২০২৫ সালে এই ধরনের ঘটনা
ঘটার পূর্বেই একাধিক নিয়মাবলী জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
আর মাত্র কিছু ঘন্টা পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের ২০২৫ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এবং সম্প্রতি আরো কিছু নির্দেশনামা জারি করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের অনীতিকর কার্যক্রম ঘটাবার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ, এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটি জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও নেয়া যেতে পারে। তাই অবশ্যই পরীক্ষার সময় কোন কোন জিনিসগুলো করবেন এবং কোনগুলো করবেন না সেই বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনটির মাধ্যমে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের কি কি নিয়ম মানতে হবে!
v মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত
নির্দেশনাবলী অনুসারে মাধ্যমিক পরীক্ষা দেয়ার সময় কোন পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে
মোবাইল ফোন, ব্লুটুথ হেডফোন, ডিজিটাল ঘড়ি এবং কোন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে
ঢুকতে পারবেন না এক্ষেত্রে পরীক্ষা চলাকালীন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সহ পরীক্ষার
ধরা পড়লে সেই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ।
v এবং এটিও বলা হয়েছে যে যদি কোন পরীক্ষার্থী
ভুলবশত তার সঙ্গে ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে এসে থাকে তাহলে পরীক্ষা সময় প্রশ্নপত্র
বিতরণের পূর্বেই পরীক্ষার্থী তার সঙ্গে আনা ইলেকট্রনিক জিনিসটি পরীক্ষা কক্ষের বাইরে
একটি নির্দিষ্ট টেবিল রাখা থাকবে সেটির ওপর নির্দ্বিধায় রেখে আসতে পারবে পরীক্ষার্থীরা।
v এক্ষেত্রে কোন পরীক্ষার্থীর কাছ থেকে সাইলেন্ট করা বা সুইচড অফ
করা অবস্থাতে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস
রাখা যাবে না প্রশ্নপত্র বিতরণের
পর কোন ভাবে পরীক্ষার্থীর কাছ থেকে যদি মোবাইল ফোন বা উপরে উল্লেখিত
কোন একটি যন্ত্র পাওয়া যায়, তাহলে সেই পরীক্ষাতেই সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে। এর পাশাপাশি প্রয়োজনে
পর্ষদের পক্ষ থেকে নেয়া হবে আইনি পদক্ষেপ যাতে ভবিষ্যতে আর কোন পরীক্ষার্থী
এটি করার সাহস না পায়।
v ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশনাবলী অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এই নির্দেশে আমার
জন্য হলে কোন রকমের অনুরোধ গ্রহণ করবে না মধ্যশিক্ষা পর্ষদ।
এমনকি এমন ঘটনার দায়িত্ব বা সম্পূর্ণরূপে থাকবে
পরীক্ষার্থী নিজের ওপর মূলত এই বছর মাধ্যমিক
পরীক্ষা যাতে সম্পূর্ণভাবে নীতিগত পথে মেনে সমাপ্ত করা যায় এবং সকল পরীক্ষাত্রীদের সমান সুযোগ করে দেয়া উদ্দেশ্যই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এমন পদক্ষেপ গৃহীত হয়েছে।
২০২৫
এর মাধ্যমিক পরীক্ষা সকল পরীক্ষার্থীদের উপরের বিষয়গুলি মাথায় রেখে পরীক্ষা দিতে যাওয়ার অনুরোধ করা হলো এবং সকলে পরীক্ষা ভালো হোক। এরকম দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ খবরা খবর জানার জন্য আমাদের ওয়েবসাইটটিকে ফলো করুন।
কোন মন্তব্য নেই: