DAILY CURRENT AFFAIRS, 16/02/2025.
1) High Speed Athletes 2024 তালিকার শীর্ষে রয়েছেন Cristiano Ronaldo.
2) রাশিয়ার সাথে যৌথভাবে BrahMos NG মিসাইল তৈরি করলে ভারত
3) নদী ভাঙ্গন রোধ করতে 'নদী বন্ধন' প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার
4) সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হল মণিপুরে, মনিপুরের রাজধানীর নাম ইম্ফল।
৫) রোমানিয়া রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন Klaus lohannis।
6) Canara Bank - এর প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হলেন ডঃ মাধবনকুটি জি।
7) ২০২৫-এ জানুয়ারি মাসে ICC Men's Player of the Month Award জিতলেন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার Jomel Warrican।
8) ২০২৫-এ জানুয়ারি মাসে ICC Women's Player of the Month Award জিতলেন অস্ট্রেলিয়ান প্লেয়ার Beth mooney।
9) দক্ষিণ চীন সাগরে প্রথম গভীর জলে স্পেস সেন্টার নির্মাণ করবে বলেছেন চীন।
10) বিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার।
কোন মন্তব্য নেই: