DAILY CURRENT AFFAIRS DATE-18/02/2025

         DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS  DATE-18/02/2025
           

১) ভারতের ২৬ তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার।

২) Aadi mohatsav 2025 এর উন্মোধন করলেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।

৩) Elecs Korea 2025 শুরু হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে।

৪) ফোর্ট উইলিয়াম ইস্টান আর্মির হেডকোয়ার্টারে নতুন নাম হলো বিজয় দুর্গ।

৫) আয়ুষ মন্ত্রক ২০২৫ এর প্রধানমন্ত্রী যোগ পুরস্কারের আয়োজন করেছে ।

৬) সম্প্রতি গ্রামীণ উন্নয়নের জন্য Bikashita Gaon প্রকল্প চালু করল উড়িষ্যা রাজ্যের ১৫তম সরকার (মোহন চরণ মাঝি)

৭) ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার 2025 ODI এর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে পুরস্কার পেলেন।

৮) বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জ্যানিক সিনারকে WADA তিন মাসের জন্য সাসপেন্ড করেছে।

৯) ২০২৭ সালের জাতীয় গেমসের ৩৯ তম সংরক্ষণ আয়োজন করবেন মেঘালয়।

১০) ট্র্যাভিস হেড ২০২৫ এর অ্যালান বর্ডার পদক জিতলেন, যেটি অস্ট্রেলিয়ান ক্রিকেটার দের মধ্য একটি গুরুত্বপূর্ণ পদক।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.