গ্রাজুয়েশন পাস করা প্রার্থীদের জন্য সুখবর, সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ, বিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন!

 
গ্রাজুয়েশন পাস করা প্রার্থীদের জন্য সুখবরসুপ্রিম কোর্টে চাকরির সুযোগবিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন!


বর্তমানে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর প্রকাশ করল ভারতের প্রধান আদালত সুপ্রিম কোর্ট। ভারতীয় সুপ্রিম কোর্টের কাজ করার সুযোগ সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে স্বপ্নের মতো। এই স্বপ্ন পূরণের জন্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ান পক্ষ থেকে সরকারি কর্মী নিয়োগের 

বিজ্প্তি প্রকাশিত হয়েছে।

 এখানে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকলেই চাকরিপ্রার্থীরা এটির জন্য আবেদন করতে পারবে। ওদের নাম বেতন সীমা আবেদনের যোগ্যতা আবেদনের পদ্ধতি এবং শূন্য পদের বিবরণ সংক্রান্ত সমস্ত তথ্যই চাকরিপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এই সমস্ত তথ্য বিশদে জানতে আজকে প্রতিবেদনটি পড়ুন।


নিয়োগ কারী সংস্থা- 

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া।

পরের নাম- 

জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি (নন গেজেটেড)।

শূন্য পদের সংখ্যা-

 ২৪১ টি।

বয়স সীমা-

সমস্ত রকম চাকরি ক্ষেত্রে একটি বয়সসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ক্ষেত্রেও সেটি রয়েছে। এখানে বলা হয়েছে যে ০৮/০৩/২০২৫ তারিখের অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বয়সি চাকরি প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এটি সরকারি নিয়োগ সেই কারণে চাকরিপ্রার্থীদের সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমা যথার্থ ছাড় দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে যে উল্লেখিত পদে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত গ্রাজুয়েশনের ডিগ্রি রয়েছে যেকোনো বিষয়ে এমন চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এই পথটির জন্য। প্রতিবেদনটিতে এটিও বলা হয়েছে যে গ্যাজুয়েশনের ডিগ্রি থাকার পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের টাইপিং এর দক্ষতা থাকতে হবে। উল্লেখিত বিষয়ের হল যে প্রার্থীকে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

মাসিক বেতন-

প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে প্রথম মাস থেকেই মূল বেতন হিসাবে ৩৫,৪০০/- টাকা বেতন পাবে নিযুক্ত কর্মীরা। এবং এটিও বলা হয়েছে যে এর পাশাপাশি একা ধিক সরকারি সুযোগ-সুবিধা নিয়ে প্রতি মাসে মোট বেতনের পরিমাণ হবে প্রায় ৭২,০৪০/- টাকা।

আবেদন পদ্ধতি-

এই পদদির জন্য আবেদন করতে হলে আমাদের প্রথমে www.sci.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদন করার সময় নিজেদের জরুরি ডকুমেন্ট যেমন- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যথাযথ সাইজ মেনে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং সর্বশেষে আবেদনটির জন্য ধার্য করা মূল্য প্রদান করলেই আবেদনটি আদালতের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এবং প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে এই আবেদন পত্রটি অবশ্যই ০৮/০৩/২০২৫ তারিখের মধ্য সেরে ফেলতে হবে।

আবেদন মূল্য-

সমস্ত চাকরির ফরম ফিলাপের মতো এটির ক্ষেত্রে ও একটি নির্দিষ্ট মূল্য ধার্য করা রয়েছে। সাধারণত, OBC এর EWS চাকরিপ্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং ST, SC, Ex-servicemen চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি-

তোমাকে চাকরির ক্ষেত্রেই একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় এইটির ক্ষেত্রেও সেটি প্রযোজ্য এখানে প্রথমে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষার আছে। প্রথম ক্ষেত্রে উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং দক্ষতার পরীক্ষা করা হবে (এখানে বলা আছে যে প্রার্থীকে অন্ততপক্ষে ৩৫ টা শব্দ লিখতে হবে এক মিনিটে) এবং তারপর একটি বিস্তারিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে ভারতীয় শীর্ষ আদালত।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.