চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর, কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক নিয়োগ, আসুন বিস্তারিত জেনে নেয়া যাক !
চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর, কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক নিয়োগ, আসুন বিস্তারিত জেনে নেয়া যাক !
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এর কাজ
বন্ধ
থাকলেও কেন্দ্রীয় বিদ্যালয় এর খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। এই জন্যই
পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য
দুর্দান্ত সুখবর
প্রকাশ করল
কেন্দ্রীয় বিদ্যালয়। আমাদের কলকাতা শহরে
অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের বেশ
কিছু
বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা
হবে
বলে
জানা
গিয়েছে। আজকের
এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কিভাবে আবেদন করতে পারব, পদের নাম আবেদনকারী যোগ্যতা, মাসিক বেতন প্রভৃতি বিস্তারিতভাবে এই প্রতিবেদনটিতে আলোচনা করা
হলো।
আবেদন পদ্ধতি -
বিভিন্ন
চাকরির ক্ষেত্রে প্রথম ধাপ যেমন আবেদনপত্র হয় এটির ক্ষেত্রেও আবেদন পদ্ধতিটি প্রযোজ্য এক্ষেত্রে বলা হয়েছে যে যেসব পাখিরা
আবেদন করতে ইচ্ছুক তারা
https://forms.gle/BYydGCDxcJSXqu17- এই
লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে নিজেদের নাম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ
তথ্য নথিভুক্ত করতে হবে। এবং আবেদন পত্রটি পূরণ করে সিটি যথাযথভাবে জমা করতে হবে। প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে এই ফর্ম
ফিলাপের সময় কোনরকম আবেদনমূল্য ছাড়াই ফর্মটি ফিলাপ করা যাবে।
যে সকল পদের জন্য শিক্ষক নেয়া হবে সেগুলি হল-
১) পোস্ট গ্রাজুয়েট টিচার-
physics,
chemistry, maths, biology, computer science, political science, economics,
history, geography, Hindi, English & commerce.
2) থ্রেট গ্রাজুয়েট টিচার-
Hindi, English,
science, social science, Sanskrit and mathematics.
৩) কম্পিউটার ইন্সট্রাক্টর
৪) শিক্ষক (ডান্স, য়োগা, স্পোর্টস)
৫) নার্স
৬) প্রাইমারি শিক্ষক
আবেদনকারীর যোগ্যতা -
চাকরিপ্রার্থীদের
ওপরে উল্লেখিত বিষয়গুলির মধ্য যে বিষয়ে আবেদন জানাতে চাইছেন সেই বিষয়ে অন্ততপক্ষে
চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি স্নাতক ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে
নূন্যতম ৫০ শতাংশ নাম্বারের সাথে পাস করেছেন এমন ব্যক্তিরাই এই পদে আবেদন জানাতে পারবেন।
এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ এবং শিক্ষক শিক্ষিকার পদে আবেদনের জন্য যথাযথ অভিজ্ঞতার প্রয়োজন
হবে। ইচ্ছুক আবেদনকারীদের আবেদনের পূর্বে ভালোভাবে একবার নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে
সমস্ত বিষয় বুঝে নিয়ে আবেদন করার অনুরোধ করা হচ্ছে।
মাসিক বেতন-
সমস্ত
চাকরির মত এই ক্ষেত্রেও একটি মাসিক বেতনের ব্যবস্থা আছে। কেন্দ্রীয় বিদ্যালয় এর বেতন
কাঠামো অনুসারে যথাযথ বেতন দেয়া হবে নিযুক্ত শিক্ষা ও শিক্ষিকাকে।
নিয়োগ পদ্ধতি-
প্রতিবেদনটি
থেকে জানা গিয়েছে যে, কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রথমে আবেদনকারীদের মধ্য থেকে
যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে এরপর বিদ্যালয়ের কর্তৃপক্ষে তরফ থেকে সরকারি
ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। উল্লেখিত বিষয়ে
এটি যে ১৮/০২/২০২৫ এবং ১৯/০২/২০২৫ তারিখে ইন্টারভিউ এর আয়োজন হতে চলেছে। এই যত শীঘ্র
সম্ভব নিজেদের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করুন।
কোন মন্তব্য নেই: