GDS Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য বিশাল খবর !

 

GDS Recruitment 2025:চাকরিপ্রার্থীদের জন্য বিশাল খবর !

GDS Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য বিশাল খবর !


চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ভারতীয় ডাক বিভাগ সম্পত্তি গ্রামীণ ডাক সেবক ( GDS ) পদে নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে ২১,৪১৩ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়া দেশের ২৩ টি পোস্ট পোস্টাল সার্কেল এর জন্য প্রযোজ্য যার মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্য।

আজকের প্রতিবেদনে আমরা GDS Recruitment 2025 এর ব্যাপারে যাবতীয় তথ্য যেমন কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা, এবং মাসিক বেতন, সম্পর্কে সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

মোট শূন্যপদ-

গত সাতই ফেব্রুয়ারি ভারতীয় ডাক বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে বলা হয়েছে যে, সারা দেশ জুড়ে ২১,৪১৩ টি শূন্য পথ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ধার্য্য করা হয়েছে ৮৭৬ টি শূন্যপদ। তবে এই শূন্য পদ গুলি প্রতিটি জেলা অনুযায়ী ভাগ করে দেয়া হয়েছে এই সম্পূর্ণ লিস্ট দেখতে indiapostgdsonline.gov.in এরমধ্য ক্লিক করুন।

আবেদনের যোগ্যতা-

যেকোনো শিক্ষিত বোর্ড থেকে গণিত এবং ইংরেজি বিষয়ে উত্তীর্ণ দশম শ্রেণীর পাস সার্টিফিকেট এবং স্থানীয় ভাষায় জ্ঞান এবং কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা বলতে গেলে এখানে বলা হয়েছে যে, ১৮ থেকে ৪০ বছর ( মার্চ, ২০২৫ তারিখ অনুযায়ী ) এবং বিজ্ঞপ্তিটি তে বলা হয়েছে যে স্বাক্ষরিত শ্রেণীর প্রাচীরের জন্য বয়স সীমার ছাড় আছে।

আবেদনের প্রক্রিয়াসমূহ-

.অফিসিয়াল ওয়েবসাইট ( indiapostgdsonline.gov.in ) যান।

. নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন।

3. ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ তথ্য পূরণ করুন।

4. প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ছবি সিগনেচার স্ক্যান করে আপলোড করুন।

5. ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড প্রিন্ট করে রাখুন।

আবেদন করার লিঙ্ক

APPLY HERE



আবেদন ফি-

General/OBC/EWS প্রার্থীদের জন্য: ১০০ টাকা।

SC/ST/PWD মহিলা প্রার্থীদের জন্য: সম্পূর্ণ বিনামূল্যে।

পেমেন্ট মোড: অনলাইনে (নেট ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড, বা UPI)

নির্বাচন প্রক্রিয়া-

প্রতি বছরের মতো বছরও গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য কোন লিখিত পরীক্ষা হবে না। নির্বাচন সম্পূর্ণভাবে মাধ্যমিকের নম্বরে ভিত্তিতে হবে। যে সকল প্রার্থীরা নির্বাচিত হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং প্রাথমিক মেডিকেল ফিটনেস টেস্টের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

বেতন ও সুবিধাদি -

নির্বাচিত প্রার্থীদের তিনটি ভাগে ভাগ করে কাজ দেয়া হবে,

) ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), এই পদের জন্য বেতন দেয়া হবে ১২,০০০-২৯,৩৮০ টাকা।

)এসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্টমাস্টার (ABPM) ডাক সেবক, এই পদের জন্য প্রার্থীকে ১০,০০০-২৪,৪৭০ টাকা বেতন হিসেবে দেয়া হবে।

যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য নির্বাচিত হবে তাদের ডিয়ারনেস অ্যালাউন্স (DA), গ্রাচুইটি, এবং অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন, যা তাদের আর্থিকি স্থিতিশীলতা কেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করবে।

এই GDS নিয়োগ প্রক্রিয়া সরকারি চাকরি সন্ধানরত প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের সময় মত আবেদন করার পরামর্শ দেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.