CISF
Constable Requirement 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, দেখে নিন বিস্তারিত
!
সেনাবাহিনীতে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর, ভারতবর্ষের বহু যুবক সম্প্রদায় রয়েছেন, যারা দেশের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা স্বপ্ন দেখেন। এইসব চাকরিপ্রার্থীদের স্বপ্ন পূরণ করার জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF, এবার বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিটি তে বলা হয়েছে যে এখানে একাধিক পদের জন্য পুরুষ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। CISF এর বিভিন্ন পদের
জন্য প্রয়োজনীয় যোগ্যতা, পদের বিবরণ, শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া
এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি
পড়ুন।
CISF Constable Requirement
যে সমস্ত পদে নিয়োগ করা হবে -
প্রতিবেদনটিতে বলা হয়েছে যে
CISF পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ড্রাইভার এবং ডাইভার কাম পাম্প অপারেটর এইসব
পদে নিয়োগ করা হবে।
মোট শূন্য পদের সংখ্যা
- ১১২৪ টি।
বয়স সীমা-
প্রতিবেদনটিতে
উল্লেখ করা হয়েছে যে ০৪/০৩/২০২৫ তারিখের হিসাব অনুযায়ী, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ
২৭ বছরের বয়সী চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এরই সাথে প্রতিবেদনটিতে
বলা হয়েছে যে স্বাক্ষরিত শ্রেণী চাকরিপ্রার্থীদের মধ্যেও তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী
সম্প্রদায়ের চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় পাবে মোট ৫ বছরের এবং অন্যান্য পিছিয়ে
পড়া বর্গের চাকরি প্রার্থীরা মোট ৩ বছরে ছাড় পাবেন।
মাসিক বেতন -
প্রতিবেদনটিতে
মাসিক বেতন সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে উপরে উল্লেখিত
পদগুলিতে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম অনুসারে প্রতি মাসে ২১,৭০০
টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যেও বেতন পাবেন এছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসাবে
মূল বেতনের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা-
প্রতিবেদনটিতে
শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে, যে কোন শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস
যোগ্যতাতেই চাকরি প্রার্থীরাই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য ইচ্ছুক
চাকরি প্রার্থীদের কাছে অবশ্যই যেন ড্রাইভিং লাইসেন্স এবং পূর্বে গাড়ি চালানোর অভিজ্ঞতা
সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী ব্যক্তিদের অবশ্যই শারীরিকভাবে সক্ষম
হতে হবে।
আবেদন পদ্ধতি -
CISF
অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.cisf.gov.in থেকে অনলাইন মাধ্যমে
আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। প্রতিবেদনটিতে বলা হয়েছে
যে ০৪/০৩/২০২৫ তারিখের মধ্যেও আবেদনপত্র পূরণ করতে হবে। তবে আবেদনের পূর্বে অবশ্যই
ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নিতে হবে চাকরিপ্রার্থীদের। এবং বলা হয়েছে যে এই পদে
আবেদন করার জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
Ø পাসপোর্ট সাইজ রঙিন ফটো
Ø অভিজ্ঞতার প্রমাণপত্র
Ø ড্রাইভিং লাইসেন্স
Ø বয়সের প্রমাণ পত্র
Ø আধার কার্ড
নিয়োগ পদ্ধতি-
প্রতিবেদনটি
থেকে জানা গিয়েছে যে অন্যান্য চাকরির মতো নয় এখানেও প্রথমে আবেদনকারী চাকরিপ্রার্থীদের
মধ্যেও শারীরিক পরীক্ষা করা হবে তারপরে লিখিত পরীক্ষা হবে এবং পরে নথিপত্র যাচাই করণ
এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ
করা হবে।
বিশেষভাবে জানতে click here
কোন মন্তব্য নেই: