Beti Padhao Scholarship 2024 | বছরে ১২,০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে, অনলাইনে করুন আবেদন

 Beti Padhao Scholarship 2024 | বছরে ১২,০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলে, অনলাইনে করুন আবেদন 


ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যে খরচ হয়ে থাকে তার জন্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপের এর প্রয়োজন হয়। শুধু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নয় আরও অন্যান্য স্তরে এবং কোর্স শিক্ষারত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করে বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনটিতে জনপ্রিয় একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেটির আবেদন প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারা করতে পারবেন আবেদন? কি কি যোগ্যতার প্রয়োজন? কিভাবে করবেন আবেদন? সমস্ত বিস্তারিত তথ্য দেখে নিন এই প্রতিবেদনে।



ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship :


এই স্কলারশিপটি ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship - এ পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য AM/NS India স্টিল কোম্পানি বিদ্যা সারথী পোর্টালে এর সূচনা করে। স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। 


কোন কোর্স অনুযায়ী কত টাকা পাবেন শিক্ষার্থীরা?

শিক্ষার্থীরা যেই শ্রেণী তে পাঠরত সেই শ্রেণী তে কত টাকা স্কলারশিপ পাবেন সেই তালিকা নিম্নে উল্লেখিত হলো -




এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

• স্কলারশিপটি কেবল মাত্র মেয়েদের জন্য। এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই একজন ছাত্রী হতে হবে।

• উল্লেখিত স্কলারশিপে আবেদন করার জন্য ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

• এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।



কি কি নথি প্রয়োজন?

এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী দের যে সমস্ত প্রয়োজনীয় নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো - 

• পরীক্ষার মার্কশিট

• আইডেন্টিটি প্রুভ

• ইনকাম সার্টিফিকেট

• নতুন কোর্সে ভর্তির স্লিপ

• আবেদনকারীর ব্যাংকের পাসবুক 

• ঠিকানার প্রমাণ পত্র


কিভাবে আবেদন করবেন?

যে সমস্ত পার্থীরা আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ধাপ গুলি নিম্নে উল্লেখ করা হলো।

• প্রথমে শিক্ষার্থীদের বিদ্যাসারথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে "BROWSE AVAILABLE SCHEME" অপশন গিয়ে গিয়ে ক্লিক করতে হবে।

• এরপর আবেদনকারী যে কোর্সে পড়াশোনা করছে সেই কোর্স অনুযায়ী আবেদন করতে হবে।

• এরপর আবেদনকারীকে নিজের নাম ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় টি পাসওয়ার্ড তৈরি করতে হবে।

• রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

• তারপর আবেদনকারীকে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। 

• তারপর সমাজটা কিছু একবার দেখে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 


আবেদনের শেষ তারিখ কবে?

 ইতিমধ্যেই এই স্কলারশিপটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তুই যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপটিতে আবেদন করেননি তারা এক্ষুনি আবেদন করে ফেলুন। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে আগস্ট, ২০২৪ পর্যন্ত। 


অফিসিয়াল ওয়েবসাইট Click Here 


অনলাইনে আবেদন লিংক — Click Here 




Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র কোনো না কোনো বিশেষ সূত্রের মাধ্যমে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। bongedutech.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রকাশ করার, তবুও সামান্য কিছু ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে আমরা দায়ী নই।


সমস্ত কিছু বিস্তারিত এবং নিখুঁত ভাবে জানতে অতি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেয়ার অনুরোধ রইল। অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে তবেই নিজ দায়িত্বে আবেদন জানাতে পারেন।



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.