SSC RECRUITMENT SCAM : কলকাতা হাইকোর্টর রায়ে আপাতত "স্থগিতাদেশ" নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সবচেয়ে বড় আপডেট উঠে এলো দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে বিস্তারিত তথ্য জানতে আজকে প্রতিবেদনটিকে ফলো করুন এবং মনোযোগ সহকারে প্রতিবেদনটির পরুণ তাহলে এসএসসি দুর্নীতি সংক্রান্ত যাবতীয় আপডেট আপনি এই প্রতিবেদন থেকে পেয়ে যাবেন।
স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের আবেদনের ভিত্তিতে এদিন সোমবার ছিল শুনানি সারাদিন সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি থেকে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি নিয়গ মামলায় মোট ২৫ হাজার ৭৩৫ জনের চাকরি বাতিলসহ অন্যান্য রায় নিয়ে এদের শুনানি হল সুপ্রিম কোর্টে।
এই মামলায় শুনানি থেকে সুপ্রিম কোর্ট যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এলো সেগুলির মধ্যে অন্যতম হলো কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এই মুহূর্তে কোন প্রকার স্থগিতাদেশ দিচ্ছে না সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে আমরা জুলাইতে আবার মামলা রাখছি এখানে শুধু সব পক্ষকে নোটিশ জারি করেছি মূল মামলা কালীদের আইনজীবী মন্দির সিংহ সুপ্রিয় করছে জানিয়েছেন ও এম আর সিড মেলানো সম্ভব নয়, প্রত্যেকের দুটো করে ওএমআর সিট হবে একটি এসএসসির কাছে থেকে পাওয়া যাবে ও অপরটি নাইসার কাছ থেকে পাওয়া যাবে। এবার কোন ওএমআর শিটে কারচুপি হয়েছে কিনা সেটা কিভাবে নির্ণয় করা সম্ভব এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো। বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট
কোন মন্তব্য নেই: