কম্পিউটার অপারেটর ও বিভিন্ন পদে নিয়োগ ৩১শে মে পর্যন্ত আবেদন চলবে

 কম্পিউটার অপারেটর ও বিভিন্ন পদে নিয়োগ ৩১শে মে পর্যন্ত আবেদন চলবে।





DRDO(defence research and development organization) হলো ভারত সরকার দ্বারা স্বীকৃতি প্রতিরক্ষা  গবেষণা ও উন্নয়ন সংস্থা। এটি DMRL (Defence Metallurgical Research Laboratory) অধীনে ১৯৬৩ সালে হায়দ্রাবাদের প্রতিরক্ষা ধাতব গবেষণা ল্যাবরেটরী প্রতিষ্ঠিত হয়েছিল।




এই ডিফেন্সে মেট্রোলজিকাল রিচার্জ ল্যাবরেটরীতে ডিফেন্স রিচার্ড এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এর তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সকল আবেদনযোগ্য চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন।


DRDO তে বিভিন্ন পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবে, শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা টিকি ডকুমেন্টস এর প্রয়োজন এই সমস্ত পুরো বিষয় আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হলো আজকে প্রতিবেদনে।


নিয়োগের বিস্তারিত তথ্য:-

যে পদে নিয়োগ করা হবে

DRDO তে ফিটার টার্নার মাচিনিস বেলদার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স কার্পেন্টার বুক বিন্দর কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে

শুন্য পদ:- 

DRDO তে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে, যেমন ফিটার 20, টার্নার 8 , মাচিনিস 16, বেলদার 4, ইলেকট্রিশিয়ান12, ইলেকট্রনিক্স 4, কার্পেন্টার 2, বুক বিন্দর 1, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং এসিস্ট্যান্ট 60


এখানে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১২৭ টি

শিক্ষাগত যোগ্যতা:- 

আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যে কোন সরকারি স্বীকৃতি যে কোন প্রতিষ্টান থেকে আইটিআই ডিগ্রি পাস করা থাকতে হবে।বয়স সীমা DRDO বিভিন্ন পদে আবেদন করার জন্য আবেদনকারী নির্দিষ্ট কোন বয়স উল্লেখ করা নেই

মাসিক বেতন:- 

ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর বিভিন্ন পদের জন্য নোটিশে মাসিক বেতন সম্পর্কে কোন কিছু উল্লেখ করা নেই।

আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে

জন্মের প্রমাণপত্র 

iti সার্টিফিকেট 

ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট

 কাস্ট সার্টিফিকেট 

ব্যাংকের পাস বই

 আধার কার্ড

আবেদন পদ্ধতি প্রার্থীদের প্রথমে https://www.apprenticeship India.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের ভিত্তিতে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার পর এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ভুলভাবে ফর্মটি https://www. apprenticeship India.gov.in/ নির্ভুলভাবে ফিলাপ করতে হবে


গুরুত্বপূর্ণ তারিখ - আবেদনের শেষ তারিখ 31/05/2024

অফিসিয়াল নোটিশ -  Download

 অনলাইন আবেদন -  Apply now

অফিসিয়াল ওয়েবসাইট-  Click here 

  • Bong Edutech পোস্ট করা যাবতীয় তথ্য এবং চিত্র সবই কোন না কোন বিশেষ ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরা হয়। সেক্ষেত্রে তথ্যে সামান্য কিছু ভুল ত্রুটি হতেই পারে তার জন্য আমরা দায়ী নই।



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.