কলকাতা বিশ্ববিদ্যালয়ের SRF নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ,
কলকাতা বিশ্ববিদ্যালয় রেডিও প্রজেক্ট ইলেকট্রনিক্স বিভাগের অধীনে star -2 এর ফান্ডিং এর একটি রিসার্চ প্রজেক্ট রিসার্চ এসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না পরীক্ষার্থীদের কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করা হবে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটিকে মন দিয়ে পড়ুন
নিয়োগের বিস্তারিত তথ্য:-
যে পদে নিয়োগ করা হবে :-
সিনিয়র রিসার্চ ফেলো (SRF)
যোগ্যতা :-
ন্যূনতম যোগ্যতা ফিফটি পার্সেন্টসহ ফিজিক্স নাতকোত্তর সহ দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
মাসিক বেতন :-
মাসিক বেতন ৩৫,০০০ বেতন দেওয়া হবে
নিয়োগের সময়সীমা :-
১২ মাসের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি -
এখানে আলাদা করে কোন আবেদন করতে হবে না ইচ্ছুক পারছিনা কেবলমাত্র নিজেদের বায়োডাটা প্রয়োজনীয় নথি এবং নিজেদের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়ার্কিং টেস্ট দিতে যেতে হবে
ইন্টারভিউ দিন এবং সময় :-
১৫/৫/২০২৩ তারিখ ২,৩০ সময় প্রার্থীদের ইন্টারভিউস স্থানে রিপোর্ট করতে হবে
ইন্টারভিউ স্থানের ঠিকানা :-
A.in. DAW MEETING ROOM,FIRST FLOOR, SISrR MITRA VABAN, INSTITUTE OF RADIO PHYSICS AND ELECTRONIC, UNIVERSITY OF CALCUTTA 92 A CHADIYA A PRAFULLA CHANDRA ROAD KOLKATA A 700009, WEST BENGAL ,INDIA
কোন মন্তব্য নেই: