H.S Result update 2024 : উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপডেট দিলেন শিক্ষা সংসদ পরীক্ষার্থীরা দেখে নিন
H.S Result update 2024 : উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে
আপডেট দিলেন শিক্ষা সংসদ পরীক্ষার্থীরা দেখে নিন
WBCHSE West Bengal HS Result 2024 live update অবশেষে ! দীর্ঘ প্রতীক্ষার পর মে ২০২৪ তারিখে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই ঘোষণা এসেছে আগামীকাল ৭ই মে- ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ড: প্রিয়দর্শনী মল্লিক WB (HS Result Press conference Notification 2024) মাধ্যমে ।
ফলাফল প্রকাশের সময় ও স্থান:-
তারিখ:-
২০২৪ ,৮ই মে (বুধবার)
সময় বেলা :-
বেলা ৩ টে থেকে ।
স্থান:-
বিদ্যাসাগর ভবন রবীন্দ্র মিলন মঞ্চ (, ৭ম তল), কলকাতা।
Exclusive Update গুরুত্বপূর্ণ :-
ফলাফল পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে দেখে নিতে পারবেন নিজস্ব ফোনে দিয়ে তার জন্য সঠিক ইন্টারনেট কানেকশন থাকলেই পরীক্ষার্থীরা বেলা ১ টার সময় ফল দেখতে পাবেন নিচে দেওয়া ওয়েবসাইট থেকে।
কিভাবে আপনার রেজাল্টটি আপনি ঘরে বসে ফোনের মাধ্যমে দেখবেন। তা বিস্তারিতভাবে নিচে আলোচনা করে দেয়া হলো।
পরীক্ষার্থীরা www.wbresults.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর ফল প্রকাশের মুখোমুখি। ৮ই মে বেলা ৩ টে থেকে তোমাদের সাথে আমরাও নজর রাখবো টিভির পর্দায় সরাসরি রেজাল্ট প্রকাশ্যের দিকে। শুভকামনা সকল পরীক্ষার্থীদের Bong Edutech পক্ষ থেকে।
কোন মন্তব্য নেই: