CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন
লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে ৮৯ টি শূন্য পদে এসিস্ট্যান্ট ক্যামন্ডেন্ট এর নিয়োগ করা হবে। এখানে সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টররা আবেদন করতে পারবেন এখানে উক্ত পদের জন্য যোগ্যতা বয়সসীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে আজকের তাই আজকের প্রতিবেদনটি ফলো করুন।
নিউ বিস্তারিত তথ্য:-
নোটিশ নং-
A,VI-1/2024-Rectt(AC/GB-LDCE-2023)-DA-6
নোটিশ প্রকাশের তারিখ:-
08/04/2024
যে পদে নিয়োগ করা হবে:-
CRPF BSF ITBP SSB
শূন্য পদ:-
BSF 29 CRPF 19 ITBP 29 SSB 22
সব মিলিয়ে মোট 89 টি শূন্য পদ রয়েছে।
যোগ্যতা :-
আবেদন করার জন্য প্রার্থীদের গ্রাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে সাথে ফিজিকালি ফিট হতে হবে এছাড়াও সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদে চার বছরের চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের।
বয়স সীমা :-
CRPF ও BSF পদে আবেদন করার জন্য যাদের ৩৫ বছরের মধ্যে বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:-
শুরুতেই বাড়তিদেরকে মাসিক বেতন ৫৬ হাজার ১০০ টাকা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
নিয়োগ পদ্ধতি:-
দীক্ষিত পরীক্ষা ফিজিক্যাল ও ফিটনেস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে BSF ও CRPF চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এই পদ্ধতির মাধ্যমে।
আবেদন পদ্ধতি :-
এখানে অফলাইন আবেদন করতে হবে, এর জন্য নিচের লিংক থেকে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে নোটিশ শেষে ৯ নম্বর পাতায় আবেদনপত্র দেওয়া আছে, সিটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
হাতে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট এর জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যথাযথভাবে যদি একটি চাকরিপ্রার্থী চাকরির করার জন্য এই পদ্ধতিগুলি এপ্লাই করে সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশনটি নির্ভুলভাবে সম্পূর্ণ হবে
আবেদন পাঠাবার ঠিকানা :-
THE DY inspector general (RECTT) DIRECTOR GENERAL CRPF EAST BLOCK VII LEVEL - IV , RK PURAM NEW DELHI - 66
গুরুত্বপূর্ণ তারিখ -
21/05/2024 তারিখের মধ্যে এখানে অফলাইন আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের
কোন মন্তব্য নেই: