CGCRI এ অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি , ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

 

CGCRI এ অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি , ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ


সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট(CGCRI) কলকাতাতে, কর্মী নিয়োগ ম্যানেজমেন্ট পদের জন্য cgcri.res.in-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন 15 মে 2024 তারিখের আগে।



যে পদে নিয়োগ করা হবে :- 
মর্ডান অফিস ম্যানেজমেন্ট






অফিস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ-

এখানে শূন্যপদ রয়েছে মোট 25 টি।

যোগ্যতা-
প্রার্থীদের আবেদন করার জন্য গ্র্যাজুয়েশনের পাস থাকতে হবে যে কোন বিষয়ে নূন্যতম 50% নম্বর সহ।

মাসিক বেতন-

এখানে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে 9000 টাকা। এছাড়াও, 12 মাসের কোর্সের শেষে সার্টিফিকেট দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি-

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। https.//nats.education .gov.in/student register.php এই লিংকে গিয়ে রেজিস্টার করে নিতে হবে প্রার্থীদের।

এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড  করে সাবমিট করতে হবে ফর্মটি।

গুরুত্বপূর্ণ তারিখ -  আবেদন করার শেষ দিন15.05.2024 তারিখ



গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links) 

অফিসিয়াল নোটিশ  Download

অনলাইনে আবেদন Apply now 

অফিসিয়াল ওয়েবসাইট click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.