Skill India Training 2024 -স্কিল ইন্ডিয়ান মাধ্যমে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।
Skill India training 2024 - চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ভারত সরকারের স্কিল ইন্ডিয়া লিমিটেড দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। উপযুক্ত মাধ্যমিক যোগ্যতা থেকে যেকোনো ইচ্ছুক প্রার্থীরা এই পথগুলিতে বিনামূল্য পাবে প্রশিক্ষণের সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? মাসিক বেতন কত হবে?
সমস্ত বিষয়ে নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে লেখা রয়েছে প্রতিবেদনটিকে শেষ অব্দি পড়বেন ও নিজ দায়িত্ব সহকারে আবেদন সম্পন্ন করবেন।
1.পদের নাম ও শুন্যপদ :-
এখানে যে পথগুলিতে নিয়োগ করা হবে সেই
2.পদগুলি হলো:-
(Fitter, Welder, Carpenter, Painter, Turner, Electrician)
3.এই পথগুলিতে মোট শুন্য পদ:-
৮৬১ জন পার থেকে নিয়োগ করা হবে।
4.বয়স সীমা বেতন (Skill India Training 2024):-
5.শিক্ষাগত যোগ্যতা :-
6.নিয়োগ প্রক্রিয়া (skill India Training 2024) :-
7.কিভাবে আবেদন করতে হবে :-
এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।, সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।, এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফরম ফিলাপ করতে হবে, তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।, নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
8.গুরুত্বপূর্ণ তারিখ:-
9.প্রয়োজনীয় লিংক:-
অফিসিয়াল বিজ্ঞপ্তি & Download PDF - DOWNLOAD NOW
Apply now - view now
বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন
(পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও
(পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।
কোন মন্তব্য নেই: