রাজ্যের কলেজে নন-টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই করুন আবেদন

 রাজ্যের কলেজে নন-টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই করুন আবেদন











মাধ্যমিক পাস যোগ্যতাতেই দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে নন-টিচিং স্টাফ (গ্রুপ-সি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার সহ চার ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

পদের নাম—  লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার

শূন্যপদ-  লোয়ার ডিভিশন ক্লার্ক(৩টি), লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট(১টি), স্টোর অ্যাসিস্ট্যান্ট(১টি), ক্যাশিয়ার(১টি)।

যোগ্যতা- নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে 1 মিনিটে টাইপিং স্পীড হতে হবে।

বয়সসীমা- চাকরি প্রার্থীদের বয়স নুন্যতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

মাসিক বেতন - মাসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতিইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে www.adyapeathpolytechnic.com ওয়েবসাইটে গিয়ে আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করার পর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে  আবেদনপত্র সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতিলিখিত পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। 

আবেদনের শেষ তারিখ21/04/2024। 

Official Notification : click her 

Official Website : click her 

বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.