রেলের বিভিন্ন পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন আবেদন পদ্ধতি - (RRB GROUP D RECRUITMENT)
চাকরি খুঁজছেন? ( RRB GROUP D RECRUITMENT), আপনি কি একজন চাকরিপ্রার্থী তাহলে রেলের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? তাহলে এটা আপনার জন্য সুখবর এখানে আবেদন জানাতে পারবেন তরুণ ও তরুণী চাকরিপ্রার্থীরা। আমরা আজকে প্রতিবেদনে আলোচনা করব কিভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আপনারা কি কি যোগ্যতা লাগবে , মাসিক বেতন কত, অ্যাপ্লিকেশন জমা দেবেন কিভাবে, বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে তাই প্রতিবেদনটিকে সম্পূর্ণ মন দিয়ে পড়বেন তাহলেই আপনারা এই গ্রুপ ডি পদে চাকরির জন্য নির্ভুলভাবে এপ্লাই করতে পারবেন।
RRB group d recruitment 2024 notification
Advertisement NO |
RRC/NR-03/2024/Sports
Quota/Gr-D |
শূন্য পদের নাম |
গ্রুপ ডি কিরা কোটায় |
নিয়োগ সংস্থায় |
NORTHERN
RAIL WAY |
নতুন চাকরির খবর |
এখানে পড়ুন |
শিক্ষাগত যোগ্যতা -
বয়স সীমা -
বেতন কাঠামো -
যে সকল প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে, তাদের মধ্যে থেকে যারা নির্বাচিত হবে শূন্য পদে নিয়োগ পাবেন তাদের মাসিক বেতন হবে ১৮০০০টাকা থেকে ৫৬ ৯০০ টাকার মধ্যে। এছাড়া ও পাবেন অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন জানাবেন কিভাবে :-
- এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানানোর জন্য প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হল -(rrenr.org)।
- এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট হোমপেজ থেকে উত্তর রেলওয়ের গ্রুপ ডি নিয়োগ ২০২৪ এর আবেদন লিংকে ক্লিক করুন।
- সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিন। এরপর এপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন দেখবেন যে কোন তথ্য ভুল না হয়,
- প্রত্যেকটি ইনফর্মেশন যথাযথভাবে দেবেন। ,
- এপ্লিকেশন ফর্ম ফিলাপ হলে তার সঙ্গে যুক্ত করুন আপনার যাবতীয় প্রয়োজনীয় নথি তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে তারপর আবেদনটি সাবমিট করে দিন। ,
- সবশেষে এপ্লিকেশন এর একটি কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন।
কোন মন্তব্য নেই: