১৩৭৭ ৯ পদে নন টিচিং NVS স্টাফ পদে চাকরি, ১৮০০০ টাকা মাসিক বেতন
নবোদয় বিদ্যালয় সমিতি চিন্তা মোট ১৩৭৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেশের সমস্ত যোগ্য প্রার্থীদের এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে পারেন তো বিষয় বিশদভাবে জানতে আজকের প্রতিবেদনটিকে মন দিয়ে শেষ অব্দি পড়বেন।
নিয়োগের বিস্তারিত তথ্য :-যেপদে নিয়োগ করা হবে:-
1.মহিলা স্টাফ নার্স -
শূন্য পদ - ১২১ টি শূন্য পদ রয়েছে।
2.এসিস্ট্যান্ট সেকশন অফিসার-
শূন্য পদ- ৫ শুন্য পথ রয়েছে
3.অডিও অ্যাসিস্ট্যান্ট-
শূন্য পদ-12 টি শূন্য পদ রয়েছে
4.জুনিয়র ট্রান্সশ্লেশন অফিসার-
শূন্য পদ - ৪ শূন্য পদ রয়েছে
5.লিগাল এসিস্ট্যান্ট -
শূন্য পদ - ১ একটি শূন্য পদ রয়েছে।
6.স্টেনোগ্রাফার ,
শূন্য পদ, ২৩ টি শূন্য পদ রয়েছে
7.কম্পিউটার অপারেটর,
শূন্য পদ, ২ শূন্য পদ রয়েছে
8.ক্যাটারিং সুপারভাইজার,
শূন্য পদ, ৭৮ টি শূন্য পদ রয়েছে
9.জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট
শূন্য পদ, ৩৮১ টি শূন্য পদ রয়েছে
10.ইলেকট্রিশিয়ান কমপ্লাম্বার ,
শুন্য পদ , ১২৪
11.ল্যাব আটেনডেন্ট
শূন্য পদ, ১৬১ টি শূন্য পদ রয়েছে
12.মেস হেলপার,
শূন্য পদ, ৪৪২ টি শূন্য পদ রয়েছে
13.মাল্টি টাস্কিং স্টাফ,
শূন্য পদ, ১৯ শূন্য পদ রয়েছে
যোগ্যতা :-
এখানকার পথগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বিভিন্ন ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে কোন নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই পদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের লিংকটি ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।
বয়স সীমা :-
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা রয়েছে। এর মধ্যে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন
মাসিক বেতন:-
পদ অনুসারে ১৮০০০ থেকে ১৪২৪০০টাকা পর্যন্ত বেতন দেয়া হবে প্রার্থীদের
আবেদন পদ্ধতি:-
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য কি আলাদা ওয়েবসাইট রয়েছে সেটির নিচে দেওয়া হল। www.navodaya.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনের পত্রের ফরমটি পূরণ করতে হবে নিজেদের যাবতীয় জরুরী ডকুমেন্ট আছে সেগুলি কি আপলোড করতে হবে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবচেয়ে ফরমটি জমা করে দিতে হবে সবশেষে আবেদনের মূল্য জমা করতে হবে।
আবেদন মূল্য :-
কেবলমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি বাবদ ১০০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:-
এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন ৩০-04-2024 তারিখ।
অফিসিয়াল নোটিশ :- Download Now
অনলাইন আবেদন:- Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
বি: দ্র:-
উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন
(পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও
(পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও (পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।
কোন মন্তব্য নেই: