মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে চাকরি পোস্ট অফিসে বেতন ১৯ হাজার ৯০০ টাকা।

 

মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে চাকরি পোস্ট অফিসে বেতন ১৯ হাজার ৯০০ টাকা।





ইন্ডিয়ান পোস্টে ড্রাইভার নিয়োগ করা হবে।  অফলাইনে আবেদন করতে হবে এখানে প্রার্থীদের ব্যাঙ্গালোরের নিয়োগ করা হবে।প্রার্থীদের নিয়োগের সম্পর্কিত যা যাবতীয় কনফিউশন রয়েছে তা আজকের প্রতিবেদনটি পড়লে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। তাই প্রতিবেদন টি কে মন দিয়ে শেষ অব্দি পড়বেন।


নোটিশ নং - B-9/x/Rect.of DVRs/DR/2024/Dlgs


নোটিশ প্রকাশের তারিখ-   08/04/2024


যে পদে নিয়োগ করা হবে -   ড্রাইভার (গ্রুপ সি)


শূন্য পদ -  মোট ২৭ টি শূন্য পদ রয়েছে।

যোগ্যতা -

কেবলমাত্র মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করা যাবে সাথে হেভি ভেইকেল লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন।

বয়স সীমা - 

এখানে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সের ২৭ বছর এই বয়সের মধ্যে যেসব যোগ্য প্রার্থী আছেন তারা আবেদনযোগ্য সংরক্ষিত শ্রেণি প্রার্থীদের ছাড় থাকে সেরকম বয়সের ছাড় দেওয়া হবে।







মাসিক বেতন - 


  


নিয়োগ পাওয়ার পরেই মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা - ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে।




নিয়োগ পদ্ধতি - 


এখানে ট্রেড টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।



আবেদন পদ্ধতি-

এখানে আবেদন করতে হবে অফলাইনে এর জন্য নিচের লিংকটি ক্লিক করে অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করে নিতে হবে নোটিসের শেষের দিকে আবেদন পত্রটি রয়েছে সিটি প্রিন্ট করিয়ে নিজের তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সম্পূর্ণ সঠিক ভাবে ফর্মটি ফিলাপ করতে হবে এর সাথে প্রয়োজনীয় নথিযুক্ত করতে হবে এরপর নিজেদের দুই কপি ছবি এবং স্বাক্ষর করে আবেদন ফরম টিকে পোষ্টের মাধ্যমে সঠিক জায়গায় পাঠাতে হবে ঠিকানা নিচে দেওয়া হল।

আবেদন জমা করার ঠিকানা-  

"Application for the post of Staff Car Driver(Defect Recruitment) at MMS Bengaluru"





আবেদনের সময়সীমা - 

এখানে আবেদন করার শেষ দিন হল ১৪/৫/২০২৪ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।


official notice -  Dounlod Now 

official website-  Dounlod Now  

dounlod application from -  Apply Now 


 



বি: দ্র:- 


উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে।Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন ( পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ওফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।
















কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.