জেলা আদালতে পিয়ন ও LDC সহ বিভিন্ন পদে নিয়োগ! মোট শুন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন


জেলা আদালতে পিয়ন ও LDC সহ বিভিন্ন পদে নিয়োগ! মোট 

শুন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

শিক্ষাগত যোগ্যতা নিয়োগ চলছে রাজ্যের কালিম্পং জেলার ডিস্ট্রিক জাজের অফিসে। এখানে গ্রুপটি সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞাপন করা হয়েছে। কিছু প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য 


নোটিস নাম্বার :-  RC 1of 2024


নোটিশ প্রকাশের তারিখ :-  17/04/2024


যে পদে নিয়োগ করা হবে :-  অফিস পিওন


শূন্য পদ  :-  ১৭ পদ রয়েছে


লেয়ার ডিভিশন ক্লার্ক (LDC) :- 

শূন্য পদ - ২টি শূন্য পদ রয়েছে

সুইপার (কর্মবন্ধু) -  শূন্য পদ - ১ শুন্য পদ


প্রেস সার্ভার

শূন্য পদ -  ২ শূন্য পদ রয়েছে

নাইটগার্ড:- 

শূন্য পদ -  ২ শূন্য পদ রয়েছে

যোগ্যতা -  

প্রতিটি পদের জন্য প্রার্থীদের আলাদা আলাদা করে যোগ্যতা চাওয়া হয়েছে। কিছু প্রার্থীরা বিস্তারিত জানতে নিচের লিঙ্ক থেকে অফিসার নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।

বয়স সীমা - 

সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন ১৮ বছর হলে এখানে আবেদন করতে পারেন।

বেতন -

 ভার্সিটির লেভেল ওয়ান থেকে লেবেল ১০ পর্যন্ত বেতন দেয়া হবে। কোন পদে কি বেতন আছে সেটি জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখুন।

নিয়োগ পদ্ধতি - 

লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি - 

এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে তারপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রটির ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে অবশেষে আবেদনমূল্য জমা দিয়ে আবেদন পত্রের ফরমটি সাবমিট করতে হবে

আবেদন মূল্য - 

UR,OBC - 320 টাকা 

SC, ST -280 টাকা 

PWD - 160 টাকা

আবেদন শুরুর তারিখ - 17/04/2024

আবেদন করার শেষ দিন -  17/05/2024

  অনলাইন আবেদন:-  Apply Now

 অফিসিয়াল নোটিশ:-  Download 

 অফিসিয়াল ওয়েবসাইট:- Click Here 


বি: দ্র:- 

উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে।Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন ( পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ওফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.