যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক পদে কর্মী নিয়োগ!

Jadavpur University recruitment notice - যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক পদে কর্মী নিয়োগ! প্রতি মাসের বেতন ৩৭ হাজার টাকা! আবেদন করুন অনলাইনে

যাদবপুর ইউনিভার্সিটির নতুন কর্মী নিয়োগ ২০২৪( Jadavpur University recruitment notice)
পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় তরফের নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে নতুন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ হচ্ছে দুটি পদের জন্য বেতন ক্রম আলাদা তবে যদি আপনি আবেদন জানাতে ইচ্ছুক হয়ে থাকেন তবে আবেদন পদ্ধতি ও আবেদন যোগ্যতা জেনে নিন আজকের প্রতিবেদনে মন দিয়ে পড়বেন এবং জব সংক্রান্ত আপডেট পেতে হলে ফেসবুকে ফলো করবেন।

Advertisement No

ICSSR/RPD/MN/2023-24/ST/38

মোট শূন্যপদ

১৬ টি

নিয়োগ সংস্থা

Jadavpur University

নতুন চাকরির খবর

Click Here


শিক্ষাগত যোগ্যতা :-

বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তবে আপনি যদি এখানে আবেদন জমা করতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার ৫৫ শতাংশ নম্বর সহ সামাজিক বিজ্ঞানে গ্রাজুয়েশন পাস হতে হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন অফিশিয়াল নোটিফিকেশন পড়ে নিলে।

বয়স সীমা:-

আপনি যদি নিয়োগ প্রক্রিয়া আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে সংশ্লিষ্ট পদে বয়সসীমা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নিতে হবে।


বেতন কাঠামো :-

 নিয়োগ প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবেন তাদের উচ্চ বেতন দেয়া হবে নোটিফিকেশন থেকে জানা যায় ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিযুক্ত প্রার্থীদের বেতন শুরু হবে প্রতি মাসে ২০,০০০ টাকা। এবং রিসার্চ এসিস্ট্যান্ট পদে নিযুক্ত প্রার্থীদের বেতন শুরু হবে প্রতি মাসে ৩৭,০০০টাকা।


আবেদন জানাবেন কিভাবে?

এখানে আবেদন জানাতে চাইলে প্রার্থীদের প্রথমে নিজেদের একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে, এরপর সেই বায়োডাটা সাথে আবেদনকারী প্রার্থী পরিচয়পত্র বয়সের সার্টিফিকেট প্রার্থী শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য জরুরি ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে। এবার বায়োডাটা সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস স্ক্যান করে পাঠিয়ে দিন ইমেইল মারফত। কোন এমএলএ application পাঠাবেন দেখে নিন। (dsubba.edu@jadavpuruniversity.in


আবেদনের সময়সীমা :- 

এই নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন জমা করা যাবে আগামী ১৯ শে এপ্রিল ২০২৪ পর্যন্ত। আগ্রহীরা এই তারিখের মধ্যে অবশ্যই আবেদন জমা করুন।


নিয়োগ প্রক্রিয়া:- 

ইমেইল মারফত আবেদনপত্র জমা হলে তারপর সেগুলি বিবেচনা করা হবে। তারপর প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউতে যে সকল প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের  শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট (official website)    :- Click Here 
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি  (official notice )    :- Download


বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও (পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.