BIG NEWS:- এসএসসি চাকরি বাতিল পর বিরাট খবর, ৮৬৭ শূন্য পদে দু মাসের মধ্যে চাকরি নিয়ে নির্দেশ হাইকোর্টের
BIG NEWS:- এসএসসি চাকরি বাতিল পর বিরাট খবর, ৮৬৭ শূন্য পদে দু মাসের মধ্যে চাকরি নিয়ে নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ :- স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি কান্ডের মধ্যে প্রাথমিক শিক্ষা নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট !
৮৬৭ শূন্য পদে ২ মাসের মধ্যে চাকরির দিতে নির্দেশ দিল আদালত উত্তর ২৪ পরগনা প্রাথমিক শিক্ষক নিয়োগের সুখবর সামনে এলো।
২০০৯ সালেন নিয়োগের প্রক্রিয়া ৮৬৭ শূন্য পদে দুটি মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মন্থা। ২৪/৭/২০২৪ পর্যন্ত কলকাতা হাইকোর্টের মামলা গাড়ি প্রত্যেক চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল এদিন।
মামলা কারীদের নতুন যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা। সেই তালিকা থেকে শিক্ষক পদে চাকরি দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘ ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮৭৬ জন মামলাকারী। বাম আমলে শুরু হওয়ার নিয়োগ প্রক্রিয়ার অবশেষে চাকরি মিলবে এবার
প্রসঙ্গ কত উল্লেখ এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করে কথা ঘোষণা করেছেন। চাকরি বাতিল রয় পরে এবার বড় পদক্ষেপ CBI এর। অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই সূত্রের খবর, এবার ৫২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই।
সোমবার কোলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট নির্দেশ ছিল , অযোগ্য প্রার্থীদের চিহ্নত করে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই মোতাবেক, এবার ৫,২৪৩ জন অযোগ্য পার্থী তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দফতর কে এই মর্মে চিটি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, খবর সূত্রের। তালিকা হাতে পাওর পর, অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে সিবিআই।
কোন মন্তব্য নেই: