অষ্টম শ্রেণী পাস করলেই বেতন পাবেন আঠার হাজার টাকা, চাকরির দারুন সুযোগ ।

অষ্টম শ্রেণী পাস করলেই বেতন পাবেন আঠার হাজার টাকা, চাকরির দারুন সুযোগ ।




কেন্দ্রীয় সরকারি অধীনস্থ সংস্থার পক্ষ থেকে অষ্টম শ্রেণী পাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়তে আমাদের প্রতিবেদনটিকে সম্পূর্ণ ফলো করুন।
অ্যারোনোটিকেল ডেভেলাপমেন্ট এজেন্সি, ভারত সরকারের একটি অধীনস্থ সংস্থার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অষ্টম শ্রেণীর পাসযোগ্যতা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন ভারতীয় নাগরিকত্বের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন শিক্ষকতা যোগ্যতা আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে দেয়া হলো।

Employment number :-  ADV: ADV-124:2024

পদের নাম:- Driver

মোট শূন্য পদ:-  ২টি

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃতির বোর্ড বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস সহ হালকা এবং ভারী যানবাহন চালানোর সরকার স্বীকৃত লাইসেন্স ধারক হতে হবে।

মাসিক বেতন :- এই পদে কর্মরত কর্মীদেরকে ১৮০০০₹ টাকা স্যালারি দেয়া হবে

বয়স সীমা :- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ হতে হবে।

আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এরপর ও নিজেদের রথী গুলি ভালোভাবে স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত নথিপত্র আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের সাবমিট করতে হবে।

নিগ পদ্ধতি :- এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে লিখিত পরীক্ষায় এবং প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ট্রাফিক আইন রোড সেফটি এবং ভিউইকেল মেকানিজম বিষয়ে লিখিত পরীক্ষায় আয়োজিত হবে লিখিত পরীক্ষার পর প্রাকটিক্যাল ড্রাইভিং টেস্ট আয়োজিত হবে।

আবেদনের শেষ তারিখ:- ৬ এপ্রিল 2024

Official notification :- click here 

 official website:- apply now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.