১০০০ শূন্য পদে VAO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

 

১০০০ শূন্য পদে VAO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

দেশের সমস্ত বেকার যুবতীদের জন্য সুখবর। কর্ণাটক রাজ্যের রেভিনিউ দপ্তরের তরফে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মোট এক হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে পদের বিবরণ এবং পদে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে আজকের পোস্টটি পড়ুন।



নিয়োগের বিস্তারিত তথ্য :-

 যেপদে নিয়োগ করা হবে :- 

ভিলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (VAO)

মোট শূন্য পদ - 

এখানে মোট ১০০০ শূন্য পদ রয়েছে.

যোগ্যতা :- 

আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে এই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা: - 

যে সমস্ত চাকরিপ্রার্থ18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন জানাতে পারবেন।সর্বনিম্ন বয়স হল ১৮ ও সর্বোচ্চ বয়স হল 35 এসি,ওবিসি দের ক্ষেত্রে সরকারই বয়সে ছাড় থাকে তা থাকবে।

বেতন ক্রম

মাসিকে বুঝা যায় ৪০০ থেকে ৪২০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে

নিয়োগ পদ্ধতি - 

কম্পিউটার ও লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে চাকরিপ্রার্থীদের।

আবেদন পদ্ধতি -

অনলাইনে আবেদন করতে হবে এর জন্য এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে অপশন ডিফ্লিক করতে হবে তারপর আবেদন পত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট আছে সেগুলিতে সাবমিট করে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এরপর ফর্মটি সাবমিট করতে হবে সাথে দিতে হবে আবেদন মূল্য। নিচে দেওয়া হলো আবেদনমূল্য কত টাকা দিতে হবে।

আবেদনের মূল্য - 

এখানে নিম্নরূপ আবেদন মূল্য রাখা হয়েছে
  •  Gen, OBC,- 750 টাকা, 
  • SC,ST,PWD - 500 টাকা

গুরুত্বপূর্ণ তারিখ -  

আবেদন শুরু - ০৫/০৪/২০২৪

আবেদন শেষ - ০৪ ০৫ ২০২৪   

অফিসিয়াল নোটিশ  :-  Download Now 

শূন্য পদের অফিশিয়াল নোটিশ :-  Download Now 

 অনলাইন আবেদন :- Apply Now 

অফিসিয়াল ওয়েবসাইট :- Click here




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.