ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাই করুন আবেদন | WB ICDS Anganwadi Recruitment 2024
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাই করুন আবেদন | WB ICDS Anganwadi Recruitment 2024
বেশ কিছু শূন্যপদে ICDS অঙ্গনওয়াড়িতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। ICDS অঙ্গনওয়াড়িতে বেশ কিছু শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হল সম্প্রতি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীরা নিজ নিজ জেলায় আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে কেবল মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
পদের নাম:
(WB ICDS Anganwadi Recruitment 2024)অঙ্গনওয়াড়ি পদে কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
আবেদনকারীর বয়স : যে সমস্ত মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান অবশ্যই তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় আছে এখানে।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন জানানোর সময় চাকরিপ্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদনকারীরা অনলাইন আবেদনপত্রে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন। এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে দেবেন। সবশেষে পূরণ করা তথ্যগুলি যাচাই করে আবেদনপত্র সাবমিট করবেন।
(WB ICDS Anganwadi Recruitment 2024)প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১.বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৩.জাতিগত শংসাপত্র যদি থাকে
৪. পাসপোর্ট সাইজের ফটো
৫. চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার
৬.আধার কার্ড অথবা ভোটার কার্ড
৭.অন্যান্য
নিয়োগ পদ্ধতি: আবেদন করার সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। প্রতিটি আবেদনকারীকে ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা আবেদনকারীকে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: দুটো নোটিফিকেশন অনুযায়ী 31 মার্চ ও ২ এপ্রিলের মধ্যে চাকরি-প্রার্থীদের আবেদন জানাতে হবে।
Official notice 1 : https://malda.gov.in/notice_category/recruitment/page/2/
Official notice 2 : https://north24parganas.gov.in/
কোন মন্তব্য নেই: