দারুন সুযোগ চাকরির টাটা কনসালটেন্সি সার্ভিসে ফ্রেশার্সদের নিয়োগ, ১০ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন (TCS JOB VACANCY 2024,)
দারুন সুযোগ চাকরির টাটা কনসালটেন্সি সার্ভিসে ফ্রেশার্সদের নিয়োগ, ১০ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন (TCS JOB VACANCY 2024,)
ভারতের প্রসিদ্ধ আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস প্রচুর শূন্য পদে নতুন কর্মী নিয়োগ হচ্ছে। বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটিকে ফলো করুন
টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) সংস্থার পক্ষ থেকে প্রচুর শূন্যবাদে ফ্রেশার্সদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থার সদস্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের বিটেক সহ বিভিন্ন টেকনিক্যাল বিভাগের ছাত্র ছাত্রীরা এখানে আবেদন জানাতে পারবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এপ্রিল ১০তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
২০২৪ এর ২৬শে এপ্রিল পরীক্ষার আয়োজন করা হবে। উল্লেখ্য সংশ্লিষ্ট পরীক্ষার তারিখ বেশ কিছু রাজ্যের বিভিন্ন অংশের লোকসভা ভোট থাকার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।
২০২৪ থেকে ২৫ অর্ধ বর্ষের জন্য ঠিক কতজন ফ্রেসার্স ক্যান্ডিডেট কে চাকরি দেয়া হবে তা জানায়নি এই তথ্য প্রযুক্তি সংস্থা।
গত ডিসেম্বরে টিসিএস এর প্রধান হিউম্যান রিসোর্স অফিসার মলিন্দ লাককার জানিয়েছিলেন, আগামী বছরে (২০২৪ -২৫) ক্যামসিং এর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
নতুন চাকরিপ্রার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে সেলারি প্যাকেজ দেওয়া হবে, প্রথমটি নিনজা ক্যাটাগরি এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ ৩.৩৬ লাখ টাকা। দ্বিতীয় টি হল ডিজিটাল ক্যাটাগরি এখানে চাকরিপ্রার্থী স্যালারি প্যাকেজ ৭লাখ টাকা এবং তৃতীয়টি হল প্রাইম ক্যাটাগরি। এখানে প্রার্থীদের স্যালারি প্যাকে ট ১১.৫ লাখ টাকা।
কোন মন্তব্য নেই: