Airports Authority of India তরপ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হল
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্নাতক পাশেই আবেদন করতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে আবেদন করবেন ও আরো বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে।
AAI Recruitment Notification 2023 :
পদের নাম :
Junior Executive
Junior Assistant Officer
মোট শূন্যপদ : ২৪৬
মাসিক বেতন :
Junior Executive : ₹৪০০০০/- থেকে ১,৪০০০০/- টাকা
Junior Assistant Officer : ₹৩১০০০/- থেকে ৯২,০০০/- টাকা
বয়স সীমা :
জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য প্রার্থীদের ২৭ বছরের মধ্যে হতে হবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য ৩০ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২৩ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত পাওয়া বোর্ড থেকে স্নাতক পাস হতে হবে।
নিয়োগ পদ্ধতি :
প্রার্থীদের অনলাইন টেস্ট ও কম্পিউটার লিটারেসি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য :
SC/ST ও মহিলা দের কোন আবেদন মূল্য লাগবে না General ও OBC দের ১০০০ টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ০৫/০৮/২০২৩
কোন মন্তব্য নেই: