Kolkata Police Sub Inspector Recruitment Notification

কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ, অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো     


পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রইল খুশির খবর কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেল। বিস্তারিত তথ্য দেওয়া হল নিচের প্রতিবেদনে। যদি আপনার স্বপ্ন থাকে কলকাতা পুলিশ হওয়ার তাহলে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ -এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।  



Employment No :- WBPRB NOTICE - 2023/29    

পদের নাম -  Sub - Inspectress ( Unarmed Branch) And Sergeant     

মোট শূন্যপদ -  ১৬৯ টি 

শিক্ষাগত যোগ্যতা - সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

শারীরিক যোগ্যতা -  পুরুষ মহিলা এবং পাহাড়ি এলাকার আবেদনকারীদের শারীরিক মাপকাঠি ভিন্ন।

বয়স সীমা : প্রার্থীদের ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২৩ অনুযায়ী।

আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন করার আগে নিচে দেওয়া নোটিশটি ভালো করে পড়ে নেবেন।

আবেদন মূল্য : SC ST দের ২০ টাকা লাগবে এবং GENERAL দের ২৭০ টাকা লাগবে।

আবেদনের শেষ তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৩



OFFICIAL NOTIFICATION

APPLY LINK

OFFICIAL WEBSITE 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.