আব্দুল কালাম স্কলারশিপ! (Dr. Abdul Kalam scholarship) : পড়ুয়ারা পাবে ২০,০০০ টাকা, দেখে নিন কিভাবে আবেদন করবেন
উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য থাকছে বিরাট সুখবর। Buddy4study ফাউন্ডেশন একটি নতুন স্কলারশিপ এর ব্যবস্থা করেছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে। স্কলারশিপ এর নাম হল "ড: আব্দুল কালাম স্কলারশিপ"।
যেসব ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে তারা এই স্কলারশিপের সুবিধা পাবে। কি কি যোগ্যতা প্রয়োজন?? অনলাইন এর মাধ্যমে কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন?? সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে ।ড: আব্দুল কালাম স্কলারশিপ কি What is Dr. Abdul Kalam scholarship?
Dr. Abdul Kalam scholarship: উচ্চমাধ্যমিক পাশে পড়ুয়া ছাত্রছাত্রীরা পাবে বার্ষিক ২০,০০০ টাকার স্কলারশিপ । এই স্কলারশিপটি Buddy4study- নামক সংস্থার দ্বারা পরিচালিত। এটি একটি বেসরকারি স্কলারশিপ। এই সংস্থার প্রধান লক্ষ্য হলো, যে সকল ছাত্র-ছাত্রীরা অর্থনৈতিক অভাবের কারণে পিছিয়ে পড়েছে উচ্চশিক্ষার জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
Dr. Abdul Kalam scholarship আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?
আব্দুল কালাম স্কলারশিপ এ আবেদনের জন্য পড়ুয়াদের যে সমস্ত যোগ্যতার প্রয়োজন তা হলো -
১. শিক্ষার্থীদের ভারতের নাগরিক হতে হবে।
২. জাতীয় বা রাজ্য পর্যায়ের মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে।
৩. আবেদনকারীদের ৫৫ শতাংশ না
ম্বার সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে।
৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
Dr. Abdul Kalam scholarship বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপ এর মাধ্যমে প্রত্যেক মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে বার্ষিক ২০,০০০ টাকা করে উচ্চশিক্ষার জন্য অনুদান প্রদান করা হয়।
Dr. Abdul Kalam scholarship আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
ড: আব্দুল কালাম স্কলারশিপ এর আবেদনের জন্য শিক্ষার্থীদের কয়েকটি নথিপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে:
১. দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
২. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
৩. বাসস্থানের প্রমাণ পত্র।
৪. চলতি বছরে ভর্তির রশিদ।
৫. আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
৬. আবেদনকারীর ব্যাংকের নিজস্ব পাসবুক।
৭. পাসপোর্ট সাইজ ফটো।
আব্দুল কালাম স্কলারশিপ (Dr. Abdul Kalam scholarship) এর জন্য আবেদনের পদ্ধতি
১. এই স্কলারশিপ এ আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে buddy4study.com এই ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর স্কলারশিপ এর পেজ থেকে ড: আব্দুল কালাম স্কলারশিপএর অপশনটি বেছে নিতে হবে।
৩. মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে।
৪. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে "Start Application" এ ক্লিক করলেই সম্পূর্ণ আবেদন ফর্মটি খুলে যাবে।
৫. এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
৬. আবেদন ফর্মটিপূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
৭. এরপর সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
Dr. Abdul Kalam scholarship-এর নির্বাচন প্রক্রিয়া
এই স্কলারশিপ এর জন্য মূলত ছাত্র-ছাত্রীদের একাডেমিক স্কোর এবং পরিবারের বার্ষিক আয় অনুপাতে নির্বাচন করা হবে। ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক রেজাল্ট এবং পরিবারের বার্ষিক আয় অনুপাতে নির্বাচন করে এই স্কলারশিপ দেওয়া হবে। যাদের পারিবারিক আয় সব থেকে কম এবং একাডেমিক স্কোর ভালো থাকবে তারাই আগে এই সুযোগ পাবে। প্রয়োজন হলে ইন্টারভিউতেও ডাকা হতে পারে। আবেদনের তারিখ: ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সমস্ত পড়ুয়ার কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।
Official Website and Link - Click Here
কোন মন্তব্য নেই: