রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ
রাজ্য সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
দেখে নিন কোন কোন পদে নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ও আবেদন পদ্ধতি আজকের এই প্রতিবেদনে।
West Bengal Municipal Corporation Recruitment 2023 :
পদের নাম :
- Sub Assistant engineer ( Mechanical)
- Deputy Analyst
- Assistant Analyst
- Sub Assistant engineer ( Electrical)
- Sub Assistant engineer ( Civil )
মোট শূন্যপদ :
- Sub-Assistant engineer (Mechanical) : ১০ টি
- Deputy Analyst : ২ টি
- Assistant Analyst : ৫ টি
- Sub Assistant Engineer (Electrical) : ১০ টি
- Sub Assistant Engineer ( Civil ) : ৬৭ টি
মাসিক ভাতা :
- Sub Assistant Engineer : Pay Scale ১২ অনুযায়ী দেওয়া হবে বেতন।
- Deputy Analyst : Pay Scale ১৬ অনুযায়ী দেওয়া হবে বেতন।
- Assistant Analyst : Pay Scale ১১ অনুযায়ী দেওয়া হবে বেতন।
বয়স :
উক্ত পদগুলির জন্য ৩৯ বছরের মধ্যে হবে ০১/০১/২০২৩ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা :
- Sub-Assistant engineer (Mechanical) : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
- Deputy Analyst : মাইক্রো বায়োলজি বা বায়োকেমিষ্টির উপর মাস্টার্স করা থাকতে হবে ।
- Assistant Analyst : কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি বা ফুট টেকনোলজির উপর গ্রাজুয়েশন করা থাকতে হবে।
- Sub Assistant Engineer (Electrical) : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
- Sub Assistant Engineer ( Civil ) : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
Sub Assistant Engineer পদ গুলির জন্য লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে তারপর প্রার্থী নিয়োগ করা হবে।
Deputy Analyst ও Assistant Analyst পদগুলির নিয়োগ পদ্ধতি কিছু দিনের মধ্যে অফিশিয়াল ওয়েব সাইটে প্রকাশিত করে দেয়া হবে।
আবেদন মূল্য :
General এবং OBC দের জন্য ১৫০ টাকা এছাড়া SC/ST দের জন্য ৫০ টাকা ।
আবেদন পদ্ধতি :
- অনলাইনের মাধ্যমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে হবে।
- সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে তারপর আবেদনমূল্য জমা করতে হবে, প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার ভালো করে পড়ে নেবেন।
আবেদন শুরুর তারিখ : ৩০/০৩/২০২৩
আবেদন শেষের তারিখ : ৩০/০৪/২০২৩
কোন মন্তব্য নেই: