রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ , মাসিক বেতন ৩০ হাজার টাকা


শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ , মাসিক বেতন ৩০ হাজার টাকা


রাজ্যের জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই কোন কোন পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি আজকের এই প্রতিবেদনে।

Health Department Recruitment 2023 :



পদের নাম ও মোট শূন্যপদ : 
Office-In-Charge শূন্যপদ ১ টি

Employment No.: 144/DCPU/SW

আরো চাকরীর খবর : 

IGNOU Recruitment 2023 : Apply Now

ISRO Recruitment 2023 : Apply Now 

Data Entry Operator Recruitment : Apply Now 


শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Social Work / Sociology / Psychiatry / Community Resource Management এর উপর পোষ্ট গ্রাজুয়েট করতে হবে এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : ৩৩,১০০/- টাকা

বয়স : ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :
  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি টি পড়ে নেবেন ও ফর্মটি ডাউনলোড করে নেবেন।
  • সঠিক তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করবেন তার সাথে বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেবেন।
  • তারপর একটি মুখ বন্ধ খামে ফর্মটি ভরে দেবেন।
  • খামের উপর লিখতে হবে Application For The Post of ____ ( পদের নাম )।





আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : DCPU , Social Welfare Section , Office of District Magistrate , Paschim Medinipur , Pin - 721101


আবেদনের শেষ তারিখ : ২৪/০৪/২০২৩





কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.