প্রতি মাসে ২১ হাজার টাকা বেতনের বিনিময়ে মাধ্যমিক পাসে কনস্টেবল নিয়োগ
শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের বোর্ডার সিকিউরিটির কোর্সের তরফ থেকে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার নাগরিক অর্থাৎ যে ভারতীয় যে কোন নাগরিক এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি এবং সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম :- Head Constable
শূন্য পদ :- ১৪১০ টি । পুরুষ ১৩৪৩ টি এবং মহিলা ৬৭ টি।
যে সমস্ত ট্রেড গুলিতে নিয়োগ করা হবে
- Painter,
- Tailor,
- Plumber,
- Pump Operator,
- Cobbler Electrician,
- Draughtsman,
- Tin Smith,
- Cook, Butcher,
- Upholster,
- Khoji,
- Mali,
- Water Carrier,
- Barber,
- Sweeper Washer Man,
- Waiter
বয়স :- ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করা থাকতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে তবেই আবেদন করা যাবে।
মাসিক বেতন :- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে পেয়ে লেভেল অনুযায়ী।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কারনে বাতিল হয়েছে - বিস্তারিতভাবে জানুন
আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীর আবেদন করতে পারবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা সরাসরি www.rectt.bsf.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেইল আইডি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মোবাইল নম্বর সহ সমস্ত রকমের প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে রেজিস্ট্রেশন করার সময়।
নিয়োগ পদ্ধতি :- ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:- যেই দিন বিজ্ঞপ্তি টি প্রকাশ পেয়েছে তার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
OFFICIAL NOTIFICATION :- DOWNLOAD NOW
APPLY NOW :- CLICK HERE
কোন মন্তব্য নেই: