WBBPE TET 2022 : প্রাইমারি টেট এর কেমন প্রশ্ন হবে ?

TET 2022 : প্রাইমারি টেট এর প্রশ্ন কেমন হবে? নেগেটিভ মারকিং থাকবে কি? রইল সমস্ত খুঁটিনাটি 

WBBPE TET 2022 : TET উত্তীর্ণ মানে নিয়োগের অধিকার এমনটা নয় এটি নিয়োগের যোগ্যতা মান মাত্র। পর্ষদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

ইতিমধ্যেই যারা প্রাথমিক স্কুল শিক্ষকতার জন্য টেট পরীক্ষা দিচ্ছেন তারা জেনে গিয়েছেন পরীক্ষা সংক্রান্ত নানাবিধ নিয়মকানুন। এমনকি ইতিমধ্যেই এডমিট কার্ডও ডাউনলোড করা যাচ্ছে। ডিসেম্বর মাসের ১১ তারিখের টেট সংক্রান্ত কিছু নিয়ম নীতি পরীক্ষার আগে আরো একবার ঝালিয়ে নেওয়া হোক। ডিসেম্বর মাসের ১১ তারিখ মানে রবিবার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হবে টেট পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত।


টেট পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ পর্ষদ প্রদত্ত তথ্য দ্বারা এবং নির্দেশিকা অনুযায়ী এমনটাই জানা গেছে। প্রতিটি প্রশ্ন এক নম্বরের করে থাকবে। চারটি করে বিকল্প থাকবে। পরীক্ষার সময়সীমা আড়াই ঘন্টা। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই থাকবে প্রশ্ন। কোনরকম নেগেটিভ মার্কিন থাকবে না।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.