৪৫০০ টি শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশনে চাকরি | SSC CHSL NOTIFICATION 2023

আবেদন চলছে মোট ৪৫০০ টি শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশনে চাকরির জন্য। SSC CHSL NOTIFICATION 2023:

SSC CHSL RECRUITMENT 2023 NOTIFICATION ইতিমধ্যেই ভারতের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ টি শূন্য পদে লোয়ার ডিভিশন ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর এ ছাড়া আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।

কোনভাবেই অফলাইনে SSC combined higher secondary level notification 2023 তে আবেদন করা যাবে না। অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে হবে। ইতিমধ্যেই ৬ই ডিসেম্বর ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে নিচে অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল লিংকটি দেওয়া হল।



ভারতবর্ষের নাগরিক হলেই SSC CHSL NOTIFICATION 2023 আবেদন করতে পারবেন। সুতরাং পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলেমেয়ে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী ও মহিলারা কোনরকম আবেদনমূল্য দিতে হবে না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন।

CHSL 2023 vacancy তে আবেদনের আবশ্যিকযোগ্যতা আবেদন শুরু ও শেষ তারিখ মোট শূন্য পদ বয়সসীমা নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি মাসিক বেতন আবেদন মূল্য পুরোটা বিস্তারিতভাবে জানতে প্রতিবেদনটি ভালো করে পড়ুন।


পদের নাম :-

  1. LOWER DIVISION CLERK (LDC)/JUNIOR SECRETARIAT ASSISTANT.
  2. DATA ENTRY OPERATOR (DEO).
  3. DATA ENTRY OPERATOR, GRADE 'A'

মোট শূন্য পদ:-সমস্ত পদ মিলিয়ে ৪ হাজার ৫০০ টি শূন্যপদ নিয়োগ করা হবে। এবং পরে বোর্ড শূন্য পদের সংখ্যা পরিবর্তন করতে পারে।

বয়স সীমা :-ন্যূনতম ১৮ বছর থেকে সর্বাধিক ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় থাকছে। ১ জানুয়ারি 2022 তারিখের ভিত্তিতে বয়স হিসাব করতে হবে।

মাসিক বেতন:-

  1. ডেটা এন্টি অপারেটর -২৫৫০০ থেকে ৮১১০০ টাকা পর্যন্ত
  2. LOWER DIVISION CLERK -১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা পর্যন্ত।


আবেদন শুরুর তারিখ:-৬ ডিসেম্বর ২০২২

আবেদন শেষের তারিখ:-৪ জানুয়ারি ২০২৩


লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো WBPSC- Apply Now 


যোগ্যতা:- 

  • কলা বিজ্ঞান বা বাণিজ্য যে কোন শাখার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
  • এই পদ গুলোতে আবেদন করার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে। 
  • অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে আবেদনকারী কে।
  • আরো ভালোভাবে জানতে নিজের লিংক থেকে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করুন।


নিয়োগ পদ্ধতি :-

  • ইন্টারভিউ
  • লিখিত পরীক্ষা
  • টাইপিং টেস্ট
  • কম্পিউটার টেস্ট


আবেদন ফী :-এই পদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি এবং মহিলাদের জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না।


আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  1. নিচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে আবেদন করতে হবে।
  2. ঠিকভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।
  3. নোটিসে উল্লেখ ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে।
  4. আবেদনমূল্য জমা করে দিতে হবে।
  5. সবকিছু মিলিয়ে তারপরে ফাইনাল সাবমিট করতে হবে।
  6. আবেদন করার আগে ভালোভাবে অফিসিয়াল নোটিসটি পড়ে নিন।


আবেদনের শেষ তারিখ :৪ জানুয়ারি ২০২২ ।


প্রয়োজনীয় ডকুমেন্টস :-

  1. পাসপোর্ট সাইজ ছবি
  2. বয়সের প্রমাণপত্র
  3. বসবাসের প্রমাণপত্র
  4. কম্পিউটার সার্টিফিকেট
  5. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  6. জাতিগত শংসাপত্র
  7. অন্যান্য ডকুমেন্টস।


OFFICIAL NOTIFICATION: DOWNLOAD NOW

APPLY ONLINE :CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE

JOIN TELEGRAM :CLICK HERE


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.