নদীয়া জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগ ২০২২
জেলা পরিষদ অফিসের চুক্তিভিত্তিকভাবে কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ হবে। রাজ্যের যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবে। দেখে নিন আবেদন পদ্ধতি বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন নিয়োগ পদ্ধতি ইত্যাদি আজকের এই প্রতিবেদনে দেওয়া হল।
পদের নাম ও মোট শূন্যপদ :-
District Assistant Co- Ordinator মোট শূন্যপদ ২ টি ( ১ জন Technical এবং ১ জন Non Technical )
শিক্ষাগত যোগ্যতা :-
Non Technical দের জন্য যেকোন বিশ্ব বিদ্যালয় থেকে Rural Development/ Social Work এর উপর স্নাতক/ ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে MS Office কাজ জানতে হবে । ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Technical দের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে MS Office কাজ জানতে হবে । ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ০১/০১/২০২২ অনুসারে।
বেতন : ২৪,০০০/- টাকা মসিক বেতন উক্তি পদ গুলোর জন্য।
আরো চাকরির খবর :-
SAIL এ প্রচুর কর্মী নিয়োগ - Apply Now
WBPSC তরপ থেকে প্রচুর কর্মী নিয়োগ - Apply Now
আবেদন পদ্ধতি :
১)অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২)নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
৩)আবেদন করির অবশ্যই মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে রেজিষ্ট্রেশন করার সময়।
নিয়োগ পদ্ধতি :
ইন্টারভিউ এবং নম্বরের ভিত্তিতে পার্থী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬/১১/২০২২
কোন মন্তব্য নেই: