৫১ টি বাছাই করা ইতিহাস থেকে প্রশ্ন : 51 Most Important General Knowledge question answer from Indian history

51 Most Important General Knowledge question answer from Indian history: ৫১ টি বাছাই করা ইতিহাস থেকে প্রশ্ন ও সাথে উত্তর দেয়া হলো যা আপনাদের আগামী দিনে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে। সুতরাং আপনারা অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন চাইলে সেভ করে রেখে দিন। 

৫১ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেয়া হলো ভারতীয় ইতিহাস থেকে -



51 Most Important General Knowledge question answer

  1. মহাবীরের আসল নাম কী ? – বর্ধমান।
  2. শিবাজীর গুরুর নাম কী ? —রামদাস।
  3. আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? —গ্রীসদেশের ম্যাসিডনের।
  4. ফার্সি ভাষায় ‘রামায়ণ' অনুবাদ কে করেন? —বাদায়ুনী।
  5. পলাশীর ইংরেজ সেনাপতি কে ছিলেন?  —রবার্ট ক্লাইভ। 
  6. কার আমলে নানাঘাট শিলালিপি খোদিত হয় ? —প্রথম সাতকর্ণী।
  7. নাসিক প্রসস্তিতে কার কীর্তির বর্ণনা রয়েছে? —গৌতমীপুত্র সাতকর্ণী
  8. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর ব্যবহার ছিল না?-অশ্ব।
  9. হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী? —নগরকেন্দ্রিক।
  10. ‘ধর্মচক্র প্রবর্তন’ কার নামের সাথে জড়িত? —গৌতমবুদ্ধ। 
  11. হিয়ারোগ্লিফিক শব্দের উৎস কী ? —গ্রীকশব্দ। [Hiero's & Glyphein].
  12. প্রস্তর যুগের প্রথম গৃহপালিত জন্তু কী?-ভেড়া।
  13. বর্ণ প্রথার প্রচলন প্রথম কবে শুরু হয়? -ঋকবেদের যুগে।
  14. আর্যজাতি প্রথমে কোথায় বসতি স্থাপন করেছিল ?- পাঞ্জাব।
  15. আয়ুর্বেদ শাস্ত্রের উৎস্যভূমি কী ? – যর্জুবেদ। 
  16. বৈদিক যুগে গয়না শব্দের অর্থ ‘নিষ্ক' ছিল, পরে এর দ্বারা কী বোঝানো হয় ? -মুদ্রা। 
  17. উপনিষদের বিষয়বস্তু কী ছিল?—ধর্ম।
  18. বৈদিকদের মধ্যে শ্রেণি বৈষম্যের ভিত্তি কী ছিল ?—বর্ণ।
  19. হরপ্পার কোন অঞ্চলে ঘোড়ার নিদর্শন পাওয়া যায় - সুরকোটাদা ।
  20. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলে?—লর্ড ডালহৌসী।
  21. মহাবীরের জন্মস্থান কোথায়?—বৈশালী। 
39 টি বাছাই করা ইতিহাস থেকে প্রশ্ন - PDF Download
  1. মহাযান ও হীনযানের মধ্যে মৌলিক পার্থক্য কী ? —দেবদেবীর পূজা।
  2. বুদ্ধদেব তার উপদেশে আক্রমণ করেছেন কোন বিষয়ের উপর ? বর্ণপ্রথা। 
  3. ভারতে প্রতিমা পূজা শুরুর কাল কৰে?-প্রাক আর্য।
  4. বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত আছে তার নাম কী ?- স্তূপ। 
  5. চন্দ্রগুপ্ত মৌর্য্যগুপ্ত বংশকে কোথা থেকে উচ্ছেদ করেন ? - মাষ।
  6. শিলালিপিতে অশোক কী নামে উল্লিখিত রয়েছেন ?- প্রিয়দর্শী। 
  7. অশোকের কোন শিলালিপিতে কলিযুদ্ধের বিবরণ ও ফলাফল বর্ণিত রয়েছে? - গৌণ শিলালিপি-১৩। 
  8. কোন রাজা প্রথম মালব্য, গুজরাট, মহারাষ্ট্র জয় করেছিলেন ? চন্দ্রগুপ্ত মৌর্য্য। 
  9. সিন্ধু, গঙ্গা ও যমুনার উপত্যকা অঞ্চলকে কে প্রথম রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন ? অশোক।
  10. কনৌজের রাজা হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজার নাম কী - শশাংক। 
  11. ভূমিদানের প্রথম উদাহরণ কাহাদের লিপিতে পাওয়া যায়?— সাতবাহন। 
  12. প্রাচীন ভারতের স্বনামধন্য চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভা অলংকৃত করতেন ? বিক্রমাদিত্য
  13. অশোকের শাসনকালে 'রাজুকরা কি করতেন ? - ন্যায়বিভাগের প্রশাসন
  14. বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কি কি প্রতিষ্ঠান ছিল ? - সভা ও সমিতি। 
  15. ‘বেদ' শব্দের অর্থ কী ? --জ্ঞান।
  16. সৎকর্ম, সৎব্যবহার সজ্ঞান আসলে কী ? —মহাবীর প্রলিত ত্রিরত্ন
  17. আলেকজান্ডারের ভারত আক্রমনের প্রাক্কালে উত্তর পশ্চিম ভারতের দুটি রাজতন্ত্রী ও দুটি প্রজাতন্ত্রী রাজ্যের নাম কী? - রাজতন্ত্রী তক্ষশীলা, পুরু, প্রজাতন্ত্রী-ক্ষুদ্রক, শিবি।
  18. 'বজ্রযান সাধক' গ্রন্থের রচয়িতা কে? —অতীশ দীপংকর। 
  19. আরবরা কবে সিন্ধুদেশ জয় করেন ? -৭১২ খ্রীষ্টাব্দে। 
  20. পৃথ্বিরাজ রসো-র রচয়িতা কে?  -  রাজপুত চারন কবি চাঁদ বরদই
  21. বাহমনী রাজ্যের রাজধানীর নাম কী ? - খুলবর্গা
  22. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায় কোথায় ?-  হাম্পিতে
  23. কোন মুঘল সম্রাট ইংরেজদের ভারতের সঙ্গে বানিজ্যের অনুমতি দেন ? - জাহাঙ্গির
  24. বাবর কোথা দিয়ে ভারতে প্রথম প্রবেশ করেন ? -পাঞ্জাব
  25. শেরশাহ কাদের সহিত রাজস্ব নির্ধারণ করেন ? - কৃষক
  26. রনজিৎ সিং যে মিশনস এর নেতা ছিলেন তার নাম কী ? -- সুকারচাকিয়া
  27. হায়দ্রাবাদের চারমিনার কে প্রতিষ্ঠা করেন ? —কুলি কুতুব শাহ।
  28. আগ্রানগরের পত্তন করেন কোন সম্রাট ? -সিকান্দার লোদী।
  29. শেরশাহের সমাধি কোয়ায় আছে? – সাসারামে। 
  30. কোন রাজ্যজয়কে স্বরণীয় করে রাখার জন্য আকবর 'বুলন্দ দরওয়াজা' নির্মান করেন ? - গুজরাট।
উপরে দেওয়া 51 Most Important General Knowledge question answer ইন্টারনেট ও বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোন ভুল খুঁজে পান আপনারা তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানাবেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.