39 Important General Knowledge Question answer PDF Download

ভারতের ইতিহাস মানে প্রচুর প্রচুর ঘটনা এবং তার সঙ্গে প্রচুর প্রচুর প্রশ্ন আজকের প্রতিবেদনে আমরা কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ইতিহাসের উপর কিছু জেনারেল নলেজ নিয়ে প্রশ্ন উত্তর।

ভারতের ইতিহাস থেকে কিছু বাছাই করা ছোট প্রশ্ন যা আগামী দিনে চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে।



1) তাঙ্গোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির (শিব) স্থাপন কে করেন? 

-রাজরাজ চোল।

2) কোনারকের বিখ্যাত সূর্যমন্দির নির্মান কে করেন ? 

-প্রথম নরসিংহ। 

3) সিন্ধুসভ্যতায় গৃহনির্মানের মূল উপকরণ কী ছিল ?

-ইট

4) মহেঙ্গোদারো হতে প্রাপ্ত শীলমোহরে তিন মাথাওয়ালা দেবতার নাম কী ? 

-পশুপতি।

5) হরপ্পা সভ্যতার অধিকাংশ অস্ত্রশস্ত্র কোন ধাতুর নির্মিত ছিল ? 

– তামা ও ব্রোখা।

6) সুশ্রুত কার পুত্র ছিলেন?

:-বিশ্বামিত্রের।

7) শ্রীচৈতন্যের বাবা ও মায়ের নাম কী ?

জগন্নাথ মিশ্র ও শচী দেবী। 


৫১ টি বাছাই করা ইতিহাস থেকে প্রশ্ন - PDF Download


8) চীনের প্রাচীনতম গাণিতিক গ্রন্থের নাম কী?

—চিউ চ্যাং সুয়ান শু বা নরখন্ডে পাটীগণিত। 

9) সুশ্রুত চিকিৎসাবিদ্যার কোন শাখায় পারদর্শী ছিল ?

—শল্যবিদ্যায়।

10) মিশরে শল্য চিকিৎসার কোন বিখ্যাত গ্রন্থটি পাওয়া যায়?

এডউইন স্মিথ প্যাপিরাস।

11) 'ফাদার অব মেডিসিন' কাকে বলে ?

- হিপোক্রেটাস (গ্রীস)।

12) শল্য চিকিৎসার কোন দেশ সবচেয়ে অগ্রনী ছিল ?

—ব্যাবিলন। 

13) কোন রাজার অনুশাসনে শল্য চিকিৎসকদের পারিশ্রমিক এর বন্দোবস্ত করেছিলেন?

 -ব্যাবিলনীয় রাজা হামুরাবি।

14) মিশর তথা সমগ্রবিশ্বের প্রাচীনতম স্থপতি কে ছিলেন? 

- ইমহোটেপ ।

15) নীলনদের উপত্যকায় কোন লিপি বিস্তৃতি লাভ করেছিল? 

–হিয়েরোগ্লিফিক।

16) কত খ্রিস্ট পূর্বাব্দে এই লিপির প্রচলন হয়?

-খ্রিস্ট পূর্বাব্দ ৩১০০ অব্দে।

17) ‘কাবুলিয়ত’ ও ‘পাট্টা' প্রথার প্রচলন কে করেছিলেন ?

-শেরশাহ। 

18) ভারতে ইংরাজী শিক্ষার গোড়াপত্তন করেন কে?

—লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

19) ১৮৫৭ সালে মহাবিদ্রোহ প্রথম কোথায় দেখা যায়

— মীরাট।

20) ডান্ডি অভিযান কবে শুরু হয় ?

- ১৯৩০ সালে ১২ মার্চ। 

21) ভাস্কো-দা-গামা কোন সালে ভারতে আসেন?

-১৪৯৮ সালে। 

22) নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ?

–১৭৩৯ সালে।

23) স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন? 

– ১৬১৫ খ্রিঃ।

24) সিপাহী বিদ্রোহের সময় দিল্লির নেতা কে ছিলেন?

—দ্বিতীয় বাহাদুর শাহ । 

25) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?

—স্যার সৈয়দ আহমেদ। 

26) ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? 

–এ্যাটলী। 

27) ভারতের ইতিহাসে প্রথম হিন্দু সম্রাট কে?

—বিম্বিসার।

28) শিবাজী কোন মুঘল সেনাপতিকে হত্যা করেন?

—আফজল খান । 

29) প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে ছিলেন।

— গোপাল ।

30) ‘কাশ্মীরের আকবর' কাকে বলা হয় ?

—জয়নাল আবেদিন।

31) সুন্নিদের কাছে কে 'জিন্দাপীর' নামে পরিচিত ছিলেন?

ঔরঙ্গজেব।

32) ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা-কাটা ?

- ১৮১৩ সালের চার্টার আইন। 

33) জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা ?

-সংস্কৃত। 

34) গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। কোন্ ঘটনার পর ? 

– চৌরিচৌরা।

35) নব্যবঙ্গ নাট্য আন্দোলনের সাথে কার নাম জড়িত? 

-ডিরোজিও |

36) কয়েকটি প্রত্নতাত্ত্বিক উপাদানের নাম বল।

—শিলালিপি, মুদ্রা, সৌধ, মঠ, মন্দির, নগর। 

37) ভারতীয় জনগণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

—৬ ভাগে, নেগ্রিটো, অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলয়েড, আলপিনয়েড, নর্ডিক। 

38) সিংহলীয় প্রাচীন ইতিহাস জানার জন্য দুটি গ্রন্থের নাম কী ? 

—মহাবংশ ও দীপবংশ। 

39) অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার কে করেন ?

- জেমস প্রিন্সেপ

এখানে সমস্ত প্রশ্ন ইন্টারনেট ও কিছু বই থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোন কিছু ভুল ত্রুটি থাকে নিজে কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাতে পারো।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.