SSC GD Constable Recruitment: মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। CAPF, NIA, SSF Assam Rifle এ কনস্টেবল নিয়োগ করা হবে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় 25000 পদে নিয়োগ করা হবে SSC GD Constable । SSC GD Constable Recruitment এর জন্য বহু চাকরিপ্রার্থী বহু অপেক্ষায় থাকেন শেষমেষ স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে SSC GD Constable Recruitment নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ২৭ শে অক্টোবর ২০২২। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা SSC GD Constable আবেদন করতে পারবেন । আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়বস্তু নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পদের নাম : GD Constable
মোট শূন্যপদ : ২৪,৩৬৯ মোট শূন্য পদ আছে ।
পুরুষ - ২১৫৭৯ ( জেনারেল ৯৩৪২টি, EWS - ২১১৫, OBC - ৪৮১৫, ST- ১৯৩০, SC- ৩৩৭৭ )
মহিলা - ২৬২৬ ( UR - ১১৫০, EWS - ২২১, OBC - ৫৮০, ST- ২৪৬, SC- ৪২৯)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন : এখানে প্রার্থীদের বেতন ১৮০০০ টাকা থেকে ৬৯ হাজার টাকা দেওয়া হয়।
বয়স সীমা : আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আবেদনকারীর জন্মতারিখ ২ জানুয়ারি ২০০০ থেকে ১ জানুয়ারি ২০০৫ তারিখের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া : এখানে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে প্রথমেই নিজে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নোটিশটি ভালো হবে পড়ে নেবেন তারপর SSC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য : এখানে জেনারেলদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে তবে SC/ST ও মহিলা প্রার্থী ও এক্স সার্ভিসম্যান এর জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না। আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করা যাবে।
আবেদনের শেষ তারিখ: এখানে আবেদনের শেষ তারিখ ৩০ শে নভেম্বর ২০২২
এক্সাম সেন্টার : পশ্চিমবঙ্গে কলকাতা, হুগলি ও শিলিগুড়িতে এক্সাম সেন্টার আছে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া: প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্ট এর মাধ্যমে বাছাই করা হবে ।
CBT 80 টি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা ।
Physical Efficiency Test
পুরুষদের ক্ষেত্রে ২৪ মিনিটে ৫ কিঃমি দৌড় ও
মহিলাদের ক্ষেত্রে সাড়ে 6 মিনিটে ১.৬ কিমি দৌড়
উচ্চতা :
Male: ১৭০ cms
Female : ১৫৭ cms
Chest ( শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে) : un -expanded 80 cms
ওজন : মেডিকেল টেস্ট অনুসারে ওজন নির্ধারণ করা হবে এছাড়াও ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা ওজন ও উচ্চতা ও chest এর ক্ষেত্রে ছাড় পাবেন।
অফিসিয়াল নোটিশ - Download Now
কোন মন্তব্য নেই: