নিজের এলাকায় আশা কর্মী নিয়োগ দেখুন বিজ্ঞপ্তি | ASHA Karmi Recruitment Notification 2022

Asha Karmi Recruitment 2022: পশ্চিমবঙ্গে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আদেশ অনুসারে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজেদের পঞ্চায়েত এলাকায় Asha Karmi নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেহেতু এটি Asha Karmi Recruitment সেহেতু শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন পত্র কোথায় পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।



ASHA Karmi Recruitment 2022 Details

পদের নাম : আশা কর্মী ( ASHA KARMI )

ASHA Karmi Recruitment শিক্ষাগত যোগ্যতা : 

উল্লেখিত পদের জন্য মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে নিয়ম অনুসারে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বিবাহিতা বা বিধবা বা ডিভোর্সি মহিলায় একমাত্র আবেদনযোগ্য। 

ASHA Karmi Recruitment বয়স কি লাগবে ? : 

এক্ষেত্রে বলা হয়েছে মহিলার বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । রাজ্যের তপশিলি জাতি উপজাতিদের জন্য বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । এছাড়া বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী। 

৭ টি চাকরি মাধ্যমিক পাসে - দেখুন 

ASHA Karmi Recruitment আবেদন প্রক্রিয়া : 

ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস সহ আবেদন পত্রটি দিয়ে খামের ওপর পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে উল্লেখিত ঠিকানার নিজের ব্লক অফিসে জমা করতে হবে।

ASHA Karmi আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা : 

নিজেদের ব্লক অফিস অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে জমা করতে হবে।


ITI Kharagpur এ ২০০০০ টাকা বেতনে ট্রেনী নিয়োগ - Apply Now

ASHA Karmi Recruitment শূন্যপদের তথ্য : 

এক্ষেত্রে বলা হয়েছে কোচবিহার জেলার দিনহাটা 2 নম্বর ব্লকের বামন হাট 1 নম্বর ও নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে 1 জন করে মোট 2 জনকে নিয়োগ করা হবে। 

ASHA Karmi Recruitment আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ

অফিসিয়াল নোটিশ অনুযায়ী ২১ শে অক্টোবর ২০২২ তারিখ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ।


অফিসিয়াল নোটিশ - Download Now

৭ টি চাকরি মাধ্যমিক পাসে - দেখুন 

Thank You 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.