Aditya Birla Scholarship 2022 : পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ টি প্রদান করা হয়ে থাকে। স্কলারশিপ এর নাম Aditya Birla Scholarship Program 2022 । এইচ স্কলারশিপে আবেদন করলে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। এখানে কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কি আছে এবং স্কলারশিপের সমস্ত কিছু বিষয় বস্তু আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করলাম।
Aditya Birla Scholarship Program Full Details Overview
আদিত্য বিড়লা স্কলারশিপে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ও কলেজে পড়াশোনা করছে এমন ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন। পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে তবেই তারা আবেদন করতে পারবেন।
Aditya Birla Scholarship Amount Details
আদিত্য বিড়লা স্কলারশিপে টাকার পরিমান বিভিন্ন ক্লাস অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন
- ক্লাস 10th থেকে ক্লাস 12th - 30000 টাকা দেওয়া হয়
- General Under Graduate Courses - 36,000 টাকা দেওয়া হয়।
- Professional Under Graduate Courses - 60000 টাকা স্কলারশিপ দেওয়া হয়।
Aditya Birla scholarship application process
আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীর অবশ্যই একটি ফোন নম্বর ও সঠিক ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। কি কি তথ্য লাগবে অর্থাৎ ডকুমেন্টস কি লাগবে তা নিচে দেওয়া হল। এখানে আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২২ ।
Aditya Birla Scholarship এ আবশ্যিক যোগ্যতা -
Covid 19 অর্থাৎ করোনাতে যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের গার্জিয়ান কে হারিয়েছেন কেবলমাত্র তারাই এই স্কলারশিপের আবেদন করতে পারবেন।
Aditya Birla Scholarship এ আবেদন এর জন্য প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড
- বয়সের প্রমাণপত্র
- পরিবারের ইনকাম সার্টিফিকেট
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও রেজাল্ট
- পাসপোর্ট সাইজ ফটো
- বর্তমান ক্লাসে ভর্তির রিসিপ্ট
- ব্যাংক একাউন্ট এর সমস্ত তথ্য
- বাবা মা অথবা মা অর্থাৎ গার্জিয়ানের মৃত্যুর সার্টিফিকেট
এছাড়াও আরো কিছু তথ্য নিচে দেওয়ার লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনে আপনারা দেখে নিতে পারবেন।
উপরে দেওয়া সমস্ত তথ্য অফিসিয়াল নোটিশ থেকে সংগ্রহ করা হয়েছে যেটি প্রকাশ পেয়েছে Buddy4Study অফিসিয়াল পেজে।
Official Notice - Click Here
Apply Now - Click Here
কোন মন্তব্য নেই: