শীঘ্রই প্রাইমারি টেট (Primary Tet) পরীক্ষা হবে, জানালেন প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি
সামনে দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি স্পষ্টই জানিয়ে দিয়েছেন 2022এ নতুন করে টেট পরীক্ষা হবে এবং সমস্ত চাকরি প্রার্থীরাই প্রাইমারি টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
চাকরিপ্রার্থীদের আন্দোলন, নানান বিতর্ক ও বিভিন্ন আইনের জটিলতা কাটিয়ে অবশেষে পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল প্রেস কনফারেন্স করেন। এখানে তিনি জানিয়েছেন ২০২২ সালে মধ্যেই আবার প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং বছর বছর টেট পরীক্ষা নেওয়া পর্ষদের অন্যতম লক্ষ্য হবে। জানানো হয়েছে দুর্গা পুজোর পরে নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। খুব দ্রুতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে যোগ্যদেরকে শূন্য পদে নিয়োগ করা হবে । প্রয়োজন হলে তিনি এই বিষয়ে আইনিজীবীদের সঙ্গে কথা বলবেন ।
যারা ২০২২ সালে নতুন করে টেট পরীক্ষা দিতে যাচ্ছেন এবং যারা টেট পরীক্ষায় পাশ করে আছেন তাদের জন্য এটি একটি বিশাল বড় সুখবর। তবে ঠিক কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কবে এই টেট পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।
কবে হবে 2022 এর প্রাইমারি টেট
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এক থেকে দু মাসের মধ্যেই প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের 11 বা 18 এই দুটি তারিখ ডেটের যেকোনো একটিতে টেট পরীক্ষা নির্ধারিত হবে। পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা হবার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন মন্তব্য নেই: