রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ- এখনই অনলাইনে আবেদন করুন
জলপাইগুড়ি জেলার একলব্য মডেল রেসিডেনটিআই স্কুল (ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়ে গ্রুপ ডি এবং বিষয় ভিত্তিক শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জীবন-বিজ্ঞান, গণিত, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং অর্থনীতিবিদ্যা- এই পাঁচটি বিষয়ে গেস্ট লেকচারার নিয়োগ নিয়োগ করা হবে । যেকোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা তাদের আবেদনগুলি 22 শে সেপ্টেম্বর, 2022 এর আগে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন।
রাজ্যের গেস্ট লেকচারার নিয়োগ :- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।
পদের নাম : (Group –D)
মোট শূন্যপদ : ৫ টি
বয়সসীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :-
গ্রুপ ডি পদে নিয়োগ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি।
কিন্তু ধারণা করা যায় নিম্নতম যোগ্যতা অষ্টম পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন ।
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
পদের নাম :- গেস্ট লেকচারাল (Life Sciences, Mathematics, Chemistry, Physics and Economics)
মোট শূন্যপদ :- পাঁচটি বিষয়ের জন্য একটি করে মোট শূন্য পদের সংখ্যা 5 টি
শিক্ষাগত যোগ্যতা :-
1. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্যাজুয়েট বা স্নাতকোত্তর পাশ হতে হবে।
2.সঙ্গে অবশ্যই প্রার্থীর B.ED কমপ্লিট করা থাকতে হবে।
এছাড়াও কমপক্ষে দুবছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন :- প্রতি মাসে 12,000/- টাকা
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/09/2022 তারিখে 40 বছরের উর্ধ্বে হওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :-
https://jalpaiguri.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
যে সমস্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
1.পাসপোর্ট সাইজ ছবি
2.স্বাক্ষর
3. বয়সের প্রমাণপত্র
4. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট
5. অভিজ্ঞতার সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি :- ইন্টারভিউ মাধ্যমে
নিয়োগের স্থান :-
Eklabya Model Residentiai School (English Medium), Nagrakata, PO. Nagrakata, District-Jalpaigur
অনলাইন আবেদনের শেষ তারিখ :- 22/09/2022, 5 P.M.
Official Notification
কোন মন্তব্য নেই: