রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ


রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ - এখনই অফলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গ সরকারের জয়পুর (মুর্শিদাবাদ) সাব- ডিভিশনাল অফিসে মিড-ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

পদের নাম :- DEO (Data Entry Operator)

মোট শূন্যপদ :- 01 টি 

শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন বিষয় নিয়ে স্নাতক বা গ্রাজুয়েশন পাশ করতে হবে।
2. কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

বেতন :- মাসিক বেতন 13,000/- টাকা

বয়সসীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 21থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ST/SC প্রার্থীরা 5 এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in -এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ
নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। যেকোনো ওয়ার্কিং ডে-তে সকাল 11 টা থেকে বিকেল 4 টের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবেন। আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- Data Entry Operator (DEO), Cooked Mid Day Meal Program for Dhuliyan Municipality under Jaipur Sub-Division, Murshidabad.

প্রয়োজনীয় ডকুমেন্টস :-
Self-attested সহ যে সমস্ত ডকুমেন্টগুলি সংযুক্ত করতে হবে সেগুলি হল-
1. ভোটার কার্ড/প্যান কার্ড/আধার কার্ড 
2. বয়সের প্রমাণপত্র 
3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট 
5. পাসপোর্ট সাইজ ফটো
6. অভিজ্ঞতার সার্টিফিকেট

নিয়োগ পদ্ধতি :- কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ

নিয়োগের স্থান :- মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান মিউনিসিপালিটি

অফলাইন আবেদনের শেষ তারিখ :- 01/11/2022, 4 P.M.


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.