রাজ্যের ইউনিভার্সিটিতে ‘নন টিচিং স্টাফ’ নিয়োগ -এখনই অফলাইনে আবেদন করুন
জেলার বিশ্ববিদ্যালয়ের নন স্টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । যোগ্য প্রার্থীরা অফলাইনে এর মাধ্যম 18 অক্টোবর, 2022 তারিখে বা তার আগে তাদের আবেদন জমা দিতে পারেন।
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।
West Bengal Non Teaching Staff Recruitment 2022 :-
পদের নাম :- টেকনিক্যাল অফিসার- III (University Science Instrumentation Centre)
মোট শূন্যপদ :- 1 টি
বয়স সীমা : আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে ।
বেতন :- 1,44,200 টাকা-2,18,200 টাকা ( পে লেভেল 14)
শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো শাখায় স্নাতক অথবা ইলেকট্রনিক্স /রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে B.E/ B.Tech কোর্স করে থাকতে হবে। যেকোনো শাখায় 55 শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর অথবা ইলেকট্রনিক্স/রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন /ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে এ M.E/M. Tech থাকতে হবে এবং সাইন্স/ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্রুপে Ph.D থাকতে হবে ।
স্টেট ব্যাংকের তরপ থেকে সকল ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হবে : APPLY NOW
পদের নাম :- টেকনিক্যাল অফিসার- I (University Science Instrumentation Centre)
মোট শূন্যপদ :- 01টি (UR)
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 নিচে হওয়া যাবে না ।
বেতন :- 57,270 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)
শিক্ষাগত যোগ্যতা :-
যে কোন শাখায় স্নাতক অথবা ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশন – এ B.E/B.Tech কোর্স করে থাকতে হবে ।
এছাড়া একাডেমিক ইনস্টিটিউট/ রেপুটেড ল্যাবটারিতে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
এছাড়াও সাইন্স/ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্রুপে Ph.D কোর্স, কম্পিউটেশনাল মডেলিং এ জ্ঞান এবং হ্যান্ডেলিং সফিস্টিকেটেড এনালাইটিক্যাল ইন্সটুমেনটেশনে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।
পদের নাম :- ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার-I
মোট শূন্যপদ :- 01টি (UR)
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 35বছরের মধ্যে হতে হবে ।
বেতন :- 79,800 টাকা-2,11,5007 টাকা ( পে লেভেল 12)
শিক্ষাগত যোগ্যতা :-
পদার্থবিদ্যা অথবা ইলেকট্রনিক্স এ স্নাতক কোর্স করে থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে B.E/B.Tech কোর্স করে থাকতে হবে ।
এনালাইটিকাল ইন্সটুমেন্ট অথবা হ্যান্ডেলিং সফিস্টিকেটে ইলেকট্রনিক্স এ দক্ষতা থাকলে কাজে অগ্রাধিকার পাবেন ।
এছাড়াও ইলেকট্রনিক্স /Instrumentation in an Academic Institute অথবা ইন্ডাস্ট্রিতে অন্ততপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
পদের নাম :- কো অর্ডিনেটর ফর SC/ST Cell-I
মোট শূন্যপদ :- 01টি (UR)
বয়স সীমা: - আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের নিচে হওয়া যাবে না ।
বেতন: - বেতন: - 57,700 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)
শিক্ষাগত যোগ্যতা: -
যেকোন শাখায় স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে ।
এছাড়াও এডমিনিস্ট্রেটিভ অথবা একাডেমিক পজিশন হিসেবে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
ডাটা এনালাইসিস অথবা স্ট্যাটিস্টিকালে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন ।
পদের নাম :- প্রজেক্ট অফিসার (Department of Lifelong Learning)
মোট শূন্যপদ :- 01টি (UR)
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের নিচে হওয়া যাবে না ।
বেতন :- 57,770 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)
শিক্ষাগত যোগ্যতা :- গুড একাডেমিক রেকর্ড নিয়ে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে অথবা সোশ্যাল সাইন্স গ্রুপ অথবা এডুকেশনে অন্ততপক্ষে 55 শতাংশ নম্বর সহ যেকোনো ফরেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে ।
সোশ্যাল সাইন্স অথবা এডুকেশনে M.Phill/ Ph.D কোর্স করে থাকতে হবে ।
আবেদন পদ্ধতি :-
1. অফলাইনে আবেদন করুন ।
2. আবেদনপত্র ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
3.তারপর আবেদন ফরম্যাট ডাউনলোড করুন এবং কোনো ভুল ছাড়াই যথাযথ বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।
4. উল্লিখিত সমস্ত ডকুমেন্ট সহ পোস্ট/ কুরিয়ার/ হাতে নিদিষ্ট ঠিকানায় জমা দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করার পর বন্ধ খামের উপর লিখুন "অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ…………" (যে পদে আবেদন করবেন) ।
প্রয়োজনীয় ডকুমেন্ট: - Self-Attested সহ নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:
1. বয়সের সার্টিফিকেট
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3. দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
4. কাস্ট সার্টিফিকেট
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে ।
The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman- 713104, West Bengal
আবেদন ফ্রি :-
টেকনিক্যাল অফিসার-III পদের জন্য জেনারেল প্রার্থীদের 1500 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 1000/- টাকা আবেদন ফি লাগবে ।
এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের 1000 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 700 টাকা আবেদন ফি লাগবে।
নিয়োগের স্থান :- বর্ধমান বিশ্ববিদ্যালয়
অফলাইন আবেদনের শেষ তারিখ :- 18/10/2022, 5 P.M.
কোন মন্তব্য নেই: