রাজ্যে মডেল স্কুলে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবার সুযোগ

রাজ্যে মডেল স্কুলে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবার সুযোগ । কারন রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি করা হয়েছে Backward classes welfare & Tribal Development, Birbhum থেকে । এখানে বলা হয়েছে অস্থায়ি ভাবে বাংলা ভাষার শিক্ষক নিয়োগ করা হবে । এখানে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলচনা করা হল আজকের প্রতিবেদনে । 

এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, ভারতের নাগরিক হলেই আবেদন করতে পারবেন, অর্থাৎ রাজ্যের যে কোন জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন ।

Backward classes welfare & Tribal Development, Birbhum এর Model School Teacher post Recruitment করা হবে অফলাইন এর মাধ্যমে । 

পদের নাম ঃ গেস্ট টিচার (Guest Teacher)

Vacancy : 1 টি 

মাসিক বেতন ঃ ১২ হাজার টাকা বেতন প্রদান করা হবে ।

আবেদন শুরু ঃ ০২/০৯/২০২২

আবেদন শেষ ঃ ১২/০৯/২০২২

কিছু তথ্য যেমন যোগ্যতা , বয়স ও আবেদন প্রক্রিয়া ঃ

  1. এখানে আবেদনের জন্য আবেদনকারির বয়স 40 বছরের কম হতে হবে । বয়স হিসাব করতে হবে ০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী ।
  2. প্রার্থী কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে PGTS এবং B.Ed পাশ করে থাকতে হবে ।
  3. এছারা যে কোন স্কুলে ২ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে ।
  4. আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । প্রথমে আবেদন পত্র টি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সঠিক ভাবে ফিলাপ করে সাথে নোটিশে উল্লেখ থাকা ডকুমেন্টস গুলি সংযোগ করে সঠিক ঠিকানায় জমা করাতে হবে । 

এছারা অন্যান্য তথ্য জানতে নিচে দেওয়া নোটিশ ডাউনলোড করে নেবেন অবশ্যই । 

আবেদন পত্র জমা দেবার ঠিকানা ঃ PO - CUM-DWO, BCW & TD, Administrative Building, 2nd Floor, Room No - 301, Suri, Birbhum, 731101

Official Notice - Download Now

Application Form - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.