Sitaram Jindal Scholarship 2022


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022-2023,  মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন



সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022-2023 এ পাওয়া যাবে প্রচুর টাকা । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পার্সেন্টেজ সহ অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।



সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য :-


ক) ক্যাটাগরি A -

কোর্স: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ: আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 70% এবং মেয়ে হলে 65% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয়: 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স: আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান: প্রতিমাসে 500/- টাকা


খ) ক্যাটাগরি B -

কোর্স: সরকারি অথবা বেসরকারি IIT- তে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ : আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 50% এবং মেয়ে হলে 40% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয় : 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান : 
  • প্রতিমাসে 500/- টাকা (সরকারি IIT)
  • প্রতিমাসে 700/- টাকা (বেসরকারি IIT)


গ) ক্যাটাগরি C -

কোর্স: গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েট - এ অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ: আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 65% এবং মেয়ে হলে 60% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয় : 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান:

গ্র্যাজুয়েট কোর্স:

  • প্রতিমাসে 1000/- টাকা (সাধারণ বিভাগ ছাত্রী)
  • প্রতিমাসে 800 /- টাকা (সাধারণ বিভাগ ছাত্র)
  • প্রতিমাসে 1000/- টাকা (শারিরীক প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী)
  • প্রতিমাসে 1200/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)

 পোষ্ট-গ্র্যাজুয়েট কোর্স:

  • প্রতিমাসে 1200/- টাকা (সাধারণ বিভাগ ছাত্রী)
  • প্রতিমাসে 1000 /- টাকা (সাধারণ বিভাগ ছাত্র)
  • প্রতিমাসে 1200/- টাকা (শারিরীক প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী)
  • প্রতিমাসে 1500/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)

ঘ) ক্যাটাগরি D -

কোর্স: ডিপ্লোমা কোর্সে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ : আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 55% এবং মেয়ে হলে 50% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয়: 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান : 
  • প্রতিমাসে 1200/- টাকা (ছাত্রী)
  • প্রতিমাসে 1000/- টাকা (ছাত্র)

ঙ)ক্যাটাগরি E -

কোর্স: ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে অধ্যায়ন করতে হবে।

পরীক্ষার পার্সেন্টেজ : আবেদনকারী ছেলে হলে পূর্বের পরীক্ষায় অন্ততপক্ষে 70% এবং মেয়ে হলে 65% নম্বর পেতে হবে।

পারিবারিক বার্ষিক আয় : 2.5 লক্ষ টাকার কম হতে হবে।

বয়স : আবেদনকারী ছাত্র-ছাত্রীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

প্রাপ্ত টাকার পরিমান : 

  • প্রতিমাসে 1700/- টাকা (ইঞ্জিনিয়ারিং ছাত্রী)
  • প্রতিমাসে 1500/- টাকা (ইঞ্জিনিয়ারিং ছাত্র)
  • প্রতিমাসে 2000/- টাকা (মেডিকেল ছাত্রী)
  • প্রতিমাসে 1800/- টাকা (মেডিকেল ছাত্র)
  • প্রতিমাসে 2500/- টাকা (মেডিকেল/ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী)
  • প্রতিমাসে 2300/- টাকা (মেডিকেল/ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র)


আবেদন করার পদ্ধতি :- সিতারাম জিন্দাল স্কলারশিপের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফরমটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru -56007


প্রয়োজনীয় ডকুমেন্টস :- যে যে সমস্ত ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে সেগুলি হল - 
1.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীট 
2. মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমাণপত্র 
3. পারিবারিক আয়ের সার্টিফিকেট 
4. পাসপোর্ট সাইজের কালার ছবি 
5. সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র 
(ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এম.বি.এ.)
 6. শারীরিক প্রতিবন্ধীর শংসাপত্র


আবেদন করার শেষ তারিখ :- অফলাইন আবেদনের শেষ তারিখ সম্পর্কে অফিশিয়াল ওয়েবসাইটে কোনরকম তথ্যের উল্লেখ নেই।



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.