SBI আশা স্কলার্শিপ 2022- এর মাধ্যমে এখন পাবেন বার্ষিক 15,000 টাকা
State Bank of India (SBI ) আশা স্কলার্শিপ ২০২২ এ পাওয়া যাবে প্রচুর টাকা । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ যে কোন ছাত্রছাত্রী এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।
SBI Scholarship 2022 :-
স্কলারশিপ-এর নাম: - SBI Asha Scholarship 2022
প্রদানকারী সংস্থা : - SBI Foundation
টাকার পরিমান: -15,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: -
- এই স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে 75 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে ।
- আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।
আবেদন পদ্ধতি :-
1.অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যম অনলাইনে আবেদন করুন (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে) ।
2. প্রথমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
3. অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের মেইল আইডি , ফোন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
2. আধার কার্ড
3. ভর্তির রশিদ
4. বার্ষিক আয়ের সার্টিফিকেট
5. ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস
6. সপোর্ট সাইজের ছবি
কোন মন্তব্য নেই: