রাজ্যে MTS ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ ২০২২


কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর  ডিসঅ্যাবিলিটিজ  (দিব্যাঙ্গজন) এ ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ,  নিম্নতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ




কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় (Ministry of Social Justice and Employment) এর অধীনস্থ কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর  ডিসঅ্যাবিলিটিজ  (দিব্যাঙ্গজন) এ ক্লার্ক (Clerk) ও মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় চাকরি প্রার্থীই এই পদের অন্য আবেদন করতে পারবেন।


শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা কয়টি, আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :-  ক্লার্ক (Clerk) 


মোট শূন্যপদ :- 01টি


শিক্ষাগত যোগ্যতা :-

1. উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ।

2.  প্রতি মিনিটে কম্পিউটারে 35 টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে ।

3. সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স সীমা :- আবেদনকারীর বয়স 30 বছরের উর্ধ্বে হওয়া যাবে না। 



বেতন :- মাসিক বেতন 22,000/- টাকা।


নিয়োগের স্থান:- Composite Regional Centre (CRC) - Tripura


পদের নাম :-  মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) 


মোট শূন্যপদ :- 01টি


শিক্ষাগত যোগ্যতা :-

1. উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ।

2.  কম্পিউটারে  কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন :- মাসিক বেতন 20,000/- টাকা।


নিয়োগের স্থান :- Centre for Disabilities Studies (CDS) - Aizawl (Mizoram)


আবেদন করার পদ্ধতি :- 

  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । 
  • অফিশিয়াল লিঙ্ক থেকে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। 
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।


আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা :-  Director, National Institute For Locomotive Disabilities (Divyangjan), B.T  Road, Bon-Hooghly, Kolkata - 700090


প্রয়োজনীয় ডকুমেন্টস :-  যে সমস্ত ডকুমেন্টস সহ আবেদনপত্র জমা করতে হবে সেগুলি হল-

1.সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কসিট

2. বয়সের প্রমাণপত্র 

3. কাস্ট সার্টিফিকেট 

4. অভিজ্ঞতার সার্টিফিকেট 5. অ্যাপ্লিকেশন ফির রশিদ 


অ্যাপ্লিকেশন ফি :- 

  • জেনারেল/OBC প্রার্থীদের জন্য 300/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
  • SC/ST/PH ও মহিলা প্রার্থীদের কোনপ্রকার  আবেদন ফি লাগবে না।


নিয়োগ পদ্ধতি :- রিটেন টেষ্ট, স্কিল টেস্ট ও ইন্টারভিউ


অফলাইন আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ :- বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার 30 দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।


OFFICIAL NOTICE

OFFICIAL WEBSITE

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.